১৯৪৭ ইং কেলেণ্ডার অনুযায়ী স্বাধীনতার দিনকেই সপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হউক । - Barak Bangla News

Breaking

Aug 15, 2017

১৯৪৭ ইং কেলেণ্ডার অনুযায়ী স্বাধীনতার দিনকেই সপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হউক ।

বর্তমান পরিবর্তনকামী সরকারের কাছে দেশের ৭১তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহিক ছুটির দিনে সমান্য পরিবর্তনের আবেদন---- কেননা আমাদের দেশ জালিম ইংরাজদের গুলামী থেকে যে দিন মুক্তি পেয়েছিল, সেই দিনের নাম ছিল শুক্রবার । সুতরাং যদি রবিবারের পরিবর্তে শুক্রবারকে সপ্তাহিক ছুটির দিন ঘোষণা করা হয় তাহলে একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামী বীর সেনানীদের সম্মান জানানো হবে অন্যদিকে প্রতি সপ্তাহে একবার স্বাধীনতার ইতিহাস স্মরণ করার প্রক্রিয়া দেশাত্মবোধ সৃষ্টিকল্পে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আর শুধু তা নয় সামান্য এই পরিবর্তনের মাধ্যমে আমরা নিস্তার পেয়ে যাব এক বিদেশি সংস্কৃতি থেকে । কারণ রবিবারের সপ্তাহিক ছুটি ভারতীয় গঙ্গা-যমুনী সংস্কৃতিতে এক অপরিচিত আগাছা!
                    ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ৩৬১ খৃষ্টাব্দে রোমান সম্রাট কন্সতান্তিন নিজ বিশ্বাস মতে সূর্য দেবতা "সলিস ইনভিক্টি" (Solis Invicti) বা "অপরাজেয় সূর্য"-এর দিবস তথা রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন পালনের ফরমান জারি করেন। সে যুগে ইউরোপ, এশিয়া মাইনর, লেভান্ট ও উত্তর আফ্রিকা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আর এভাবেই সেই থেকে নবী হযরত ঈসা (আ.)'র আদর্শ বা শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সূর্য দেবতার সম্মানে গোটা খ্রিস্টান বিশ্বে রবিবারে ছুটির প্রথা চালু হয় এবং পাশ্চাত্যে ও ইউরোপীয়দের সাবেক উপনিবেশভুক্ত অনেক দেশে এখনও তা চালু রয়েছে।

No comments: