আমীরে শরীয়তের সঙ্গে উজানডিহির সাহেবের সৌজন্য সাক্ষাৎ ও ফেসবুকে প্রচারিত বার্তা নিয়ে কয়েকটি কথা - Barak Bangla News

Breaking

Sep 1, 2017

আমীরে শরীয়তের সঙ্গে উজানডিহির সাহেবের সৌজন্য সাক্ষাৎ ও ফেসবুকে প্রচারিত বার্তা নিয়ে কয়েকটি কথা


 লেখক - মুহা: ফয়ছল আহমদ, রাতাবাড়ী

গত রবিবার আমীরের শরীয়ত হযরত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া সাহেবের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হযরতের রাঙাউটিস্থিত বাসভবনে উজানডিহির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৈয়দ জুনাইদ আহমদ মদনী সাহেব ও তার সফরসঙ্গী রাতাবাড়ীর প্রবীণ ক্বারী জানাব ইলিয়াস আহমদ সাহেবের উপস্থিতি নিয়ে ইদানিং ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এক প্রকার পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে,  যা শুধু দুঃখজনক নয় বরং মুসলিম ঐক্যের অন্তরায়ও বটে ।
সস্তা জনপ্রিয়তা ও স্বার্থ আদায়ের উদ্দেশ্যে প্রচারিত এ বার্তা গুলিতে কি ছিল তা বলার প্রয়োজন বলে মনে করি না । কিন্তু চক্রান্তকারীদের এসব ঘৃণ্য বার্তা যে সুযোগ সন্ধানী,  উদ্দেশ্যে প্রণোদিত ও চরম সংকীর্ণ মানসিকতার পরিচয় তা আর বলার বাকি রাখে না। কারণ তারা যে দুই ব্যক্তিত্বকে নিয়ে সাধারণ সমাজে ভূল বার্তা প্রচার করছেন এঁদের ভিন্ন ভিন্ন সাংগঠনিক পরিচয় থাকলেও ধর্ম , সমাজ, ও মানবতার মাঠে এরা আমাদের রাহনুমা। সুতরাং উজানডিহির সাহেব নিজের উদার মানসিকতা নিয়ে শুধু আমীরে শরীয়ত বা উত্তর পূর্ব নদওয়ার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে যান নি বরং সর্ব ভারতীয় মুসলিম পার্সোনাল ল' বোর্ডের কার্যকরী কমিটিতে উত্তর পূর্বাঞ্চলের মুসলিম সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ।
                    আর হে!  ফেসবুকবাসী এই বার্তা প্রচারকদের স্বরণ শক্তির প্রতি খেয়াল করলে সত্যিই আক্ষেপ হয়!  কারণ মাত্র বছর দেড়েক আগে বদরপুরে অনুষ্ঠিত সর্ব-ভারতীয় ফেক্বা অ্যাকাডেমির আন্তর্জাতিক ফিক্বহী সেমিনার পরিচালনার জন্য আমীরে শরীয়তের নেতৃত্বে যে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির উপ-সভাপতির দায়িত্বে থেকে সৈয়দ জুনাইদ আহমদ মদনী, মওলানা জমিলুন্নবী বাগপুরী, মওলানা মাহমুদুল হাসান সাহেব সহ বিভিন্ন সংগঠনের কর্ণধাররা তাদের দক্ষতা ও ঐক্যবদ্ধতার পরিচয় দিয়েছিলেন । সুতরাং আমীরে শরীয়তের বাসভবনে রবিবারের  বৈঠক থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে, দল ও সংগঠনের উপরেও রয়েছে ধর্মীয় ভ্রাতৃত্ব, মানবতা ও সামাজিকতা । আর এসব ধর্মীয় সংগঠনগুলোর উদ্দেশ্যেও তাই। জ্ঞানীদের মধ্যে আংশিক মতভেদ ছিল, আছে, থাকবে। এসব মতভেদ স্বার্থপর ও প্ররোচনাকারী ছাড়া কারও কাছে সংঘর্ষের কারণ হতে পারে না বরং জ্ঞানার্জনের এক বিশেষ উৎস ।
                         সর্বোপরি মহান রাব্বুল আলামীনের নিকট হযরত আমীরে শরীয়তের সুস্বাস্থ্য ও উল্লিখিত তিন বুজুর্গের হায়াতের তাইয়্যিবা ও উম্মতের ঐক্য কামনা করি।
                                                                                   

No comments: