ফয়ছল আহমেদ, স্টাফ রিপোর্টার : ধাপে ধাপে কি মসনদ ত্যাগের পথে বিজেপি? আর তার শুভারম্ভ হয়তো ছাত্র সংস্থার হাত ধরেই। জেএনইউ ডিইউ-র পর এবার কাছাড় জেলার কাবুগঞ্জের জনতা কলেজেও ধরাশায়ী বিজেপি সমর্থিত এবিভিপি। স্বাধীনতার পর প্রথমবারের মত এই কলেজে সব আসনে এনএসইউআইর জয়কে ঐতিহাসিক তথা সুদূর প্রসারি অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় বলে উল্লেখ করেন বড়খলার প্রক্তন বিধায়িকা তথা এই এলাকারই সুসন্তান ড° রুমি নাথ সহ এলাকার বিজ্ঞ মহল।
ফয়ছল আহমেদ, স্টাফ রিপোর্টার : ধাপে ধাপে কি মসনদ ত্যাগের পথে বিজেপি? আর তার শুভারম্ভ হয়তো ছাত্র সংস্থার হাত ধরেই। জেএনইউ ডিইউ-র পর এবার কাছাড় জেলার কাবুগঞ্জের জনতা কলেজেও ধরাশায়ী বিজেপি সমর্থিত এবিভিপি। স্বাধীনতার পর প্রথমবারের মত এই কলেজে সব আসনে এনএসইউআইর জয়কে ঐতিহাসিক তথা সুদূর প্রসারি অপশক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় বলে উল্লেখ করেন বড়খলার প্রক্তন বিধায়িকা তথা এই এলাকারই সুসন্তান ড° রুমি নাথ সহ এলাকার বিজ্ঞ মহল।
No comments:
Post a Comment