মুজাম্মিল লতিফি রাজাটিলা ২৫ সেপ্টেম্বর: সংগঠনকে ঐক্যবদ্ধ ও আরোও শক্তিশালী করে তুলতে হবে। সকল কর্মীদের মনযোগ দিয়ে সংগঠনের কাজে সক্রিয় ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।আমাদের প্রত্যেকের মন মানসিকতার পরিবর্তন করে সমাজকে শিক্ষিত করে তুলতে হবে ও সমাজ সেবার কাজে সময় দিতে হবে।আজ জানকীবাজার নতুন জামে মসজিদে উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সভায় এই অভিমত ব্যক্ত করেন মূখ্য উপদেষ্টা তথা পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার। তিনি আরোও বলেন যে,মুসলমান নাম নিয়ে যারা সন্ত্রাসবাদের কর্ম করে, এদেরকে ইসলাম সমর্থন করে না, ওরা কখনও মুসলামান হতে পারে না।এনআরসিতে বাঙ্গালীদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মওলানা তজম্মুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ ও বিগত বৎসরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সাধারণ সম্পাদক মুহম্মদ আব্দুল আহাদ।সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মওলানা আজিজুর রহমান লতিফি। তিনি বক্তব্যের শুরুতেই রোহিঙ্গাদের উপর মায়ানমার সরকারের অমানবিক হত্যাযজ্ঞ ও বর্বর অত্যাচারের নিন্দা ও ধিক্কার জানান। শান্তিতে নোবেল বিজয়ী আং সাং সুকির পুরস্কারটি ফিরিয়ে নেওয়ারও দাবী তুলেন তিনি। দেশটির ক্ষমতাসীন এই নেত্রীকে হিটলারের সথে তুলনা করে তিনি বলেন হিটলার ছিল পুরুষ আর সুকি হচ্ছেন নারী, এই হচ্ছে একমাত্র ব্যবধান।দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সারগর্ভ বক্তব্য রাখেন সধারণ সম্পাদক মুহম্মদ আব্দুল আহাদ।বিগত ৭মে ২০১৭ ইংরাজি তারিখে হওয়া ইসলামী মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করার দিন সাব্যস্ত করা হয় যুব আহলে সুন্নতের বাৎসরিক সম্মেলনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী নিলামবাজারে।এই সম্মেলনে বরাক উপত্যকা ছাড়াও বহিরাজ্যের স্বনামধন্য কোনোও একজন অতিথিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর পূর্বাঞ্চল যুব আহলে সুন্নত ওয়াল জামাতের একটি স্বরণিকাও এদিন উম্মোচন করার কথা জানান উপস্থিত কর্মকর্তারা। সংগঠনের কাছাড় জেলা কমিটির ম্যাদ উত্তীর্ণ হওয়ায় ক্বারি রসিদ আহমদ তাপাদার,মওলানা জুবাইর আহমেদ খাঁন ও মওলানা সামসুল হক চৌধুরীকে দিয়ে তিনজনের একটি এডহক কমিটি গঠন করে দেওয়া হয়।এই এডহক কমিটিই নতুন জেলা কমিটি নির্বাচন করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তালিকা পৌছে দিবে। সব শেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment