গৌরী লঙ্কেশের পর উগ্র সাম্প্রদায়িকতার শিকার হয়ে খুন হলেন ত্রিপুরার তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। - Barak Bangla News

Breaking

Sep 21, 2017

গৌরী লঙ্কেশের পর উগ্র সাম্প্রদায়িকতার শিকার হয়ে খুন হলেন ত্রিপুরার তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক।


বরাক বাংলা নিজস্ব প্রতিনিধি, আগরতলা। ২০ সেপ্টেম্বর।
গৌরী লঙ্কেশের পর এবার শান্তনু ভৌমিক। মাত্র ১৫ দিনের ব্যবধানে দেশের দুইজন সাংবাদিক খুন। কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় গণতন্ত্র।
গৌরি লঙ্কেশের পর এবার উগ্র সাম্প্রদায়িকতার শিকার হয়ে খুন হলেন ত্রিপুরার 'দিনরাত' চ্যনেলের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক। তবে উনাকে ঘরে এসে হত্যা করেনি সন্ত্রাসীরা।
ত্রিপুরার এক সংবাদ সংস্থার মতে, সিপিএম এবং বিজেপির রাজনৈতিক সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান এই তরুন সাংবাদিক। আগরতলা শহরের জিরানিয়া মহকুমার অনর্গত মান্দাইয়ে বিকাল ৬টায় পেশাদারী দায়িত্ব আদায় করতে গিয়ে রাজপথে খুন হন তিনি। শান্তনুর শরীরে ১৮টি দা বা তরোয়ালের কোপ পাওয়া গিয়েছে।
সিপিএমের দাবী শান্তনু ভৌমিক একজন ধর্ম নিরপেক্ষ সাংবাদিক। উনাকে খুন করেছে বিজেপি সমর্থিত ত্রিপুরা ভিত্তিক সশস্ত্র গুন্ডাবাহিনী 'IPTF'। এই উগ্র সংগঠনের বিরুদ্ধে আরও বিভিন্ন সন্ত্রাসী কর্মের তথ্য আছে।

No comments: