ওয়েবডেস্ক: জানুয়ারি মাসেই রাজ্যে অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার গুয়াহাটির একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে প্রস্তুতি নিয়েছে। তিন দফায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ১৫ ফেব্রুয়ারির আগেই ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। তিনি আরও জানান, গোয়ালপাড়া জেলা ছাড়া বাকি সব জেলাতেই এক সঙ্গে অনুষ্ঠিত হবে পঞ্চায়েতের ভোটগ্রহণ। গেল বার গোয়ালপাড়া জেলার নির্বাচন অনুষ্ঠিত করতে বিলম্ব হয়েছিল। তাই এবারও দেরিতে হবে নির্বাচন। তবে এখনও নির্বাচনের দিন ঠিক করা হয়নি। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কেই তিনি একথা বলেছেন। অসম সরকারও এ ব্যাপারে এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে মতামত জানায়নি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment