ওয়েবডেস্ক: নিম্ন অসমে সেনা-জঙ্গির ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে আলফার এক সার্জেন্ট মেজর। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এই ঘটনাকে ঘিরে ওদালগুড়ির খৈরাপাড়া এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ঘটনাস্থলে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী।
ঘটনা সম্পর্কে জানা গেছে, ওদালগুড়ির খৈরাপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আলফা জঙ্গিদের একটি আস্তানা রয়েছে বলে সেনা-পুলিশের হাতে খবর আসে। এই গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ভারতীয় সেনা ও অসম পুলিশের প্রায় দুই শতাধিক জওয়ান খৈরাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আলফা জঙ্গিরা সেনা-পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। রাত বারোটা থেকে শুরু হয় গুলির লড়াই। এর পর জঙ্গিরা স্থানীয় একটি বাড়িতে প্রবেশ করে ওই ঘরের লোকেদের বন্দি করে। অবশ্য সেনা-পুলিশের যৌথ প্রচেষ্টায় বন্দি লোকেদের মুক্ত করা হয়। সকাল ৬টা পর্যন্ত চলা এই গুলির লড়াইয়ে আলফার এক বড় নেতার মৃত্যু হয়। হত আলফা নেতার নাম রাজেন ডেকা। সে আলফার সার্জেন্ট মেজর। দীর্ঘ বছর ধরে অসম পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল রাজেনের নাম। পুলিশ অনেক আগেই রাজেনের নামে ৫লাখ টাকার পুরষ্কার ঘোষণা করেছিল। তাই বুধবার রাতের অভিযানে রাজেনের মৃত্যুতে বিরাট সাফল্য পেল সেনা-পুলিশ। তবে বাকি জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া জঙ্গিদের খোঁজে বর্তমানেও তল্লাশি চলছে। এ পর্যন্ত পাওয়া তথ্য মতে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, ৩টি ম্যাগজিন, প্রচুর গুলি, দুটি গ্রেনেড ও আটটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
No comments:
Post a Comment