হিন্দু দেবীকে নিয়ে অশালীন মন্তব্যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা - Barak Bangla News

Breaking

Jan 31, 2018

হিন্দু দেবীকে নিয়ে অশালীন মন্তব্যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ঢাকা: হিন্দু ধর্মের দেবী সরস্বতীকে নিয়ে ‘কটূক্তি ও অশালীন’ মন্তব্য করার অভিযোগে সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। বিবিসি জানাচ্ছে এই খবর৷
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২শে জানুয়ারি দেবী সরস্বতী সম্পর্কে ফেসবুকে ‘অশালীন মন্তব্য’ করেন আলমগীর। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে৷ এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটির সংখ্যালঘু সমাজে৷ পরে বিতর্ক ঢাকতে সাংবাদিক শিক্ষক আনিস আলমগীর ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন৷
তিনি লিখেছেন ‘যে জিনিস আমি মিন করিনি সেটা বুঝে আপনি আহত হলে একবার কেন ১০০ বার ক্ষমা চাইতে দোষ নেই। সরস্বতী দেবী নিয়ে আমার ফেইসবুক স্ট্যাটাসে আপনাদের যাদের যাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী।
‘সেক্সি’ শব্দটি আমি এখন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয় জানি। একজন দেবীকেও রূপবতী হিসেবে যৌবনের শুরু থেকে দেখে আসছি বলে সেক্সি শব্দটি স্ট্যাটাসে ব্যবহার করেছি এবং তার মতো একজন রূপসী নারীকে চিরসঙ্গী হিসেবে কামনা করেছি। এতে যে এতো দোষ বিশেষ কারও উস্কানিতে আমার ‘ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক’ সম্প্রদায়ের ভাইদের গালি আর আমাকে বিশেষ বিশেষ উপাধি না দিলে বুঝতাম না। জানা যেত না শুধু কারও কারও দাঁড়ি টুপিতে না, পৈতাতেও সমানতালে মৌলবাদ লুকিয়ে আছে। …‘

বিবিসি বলছে, বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে বহু মামলা করা হলেও হিন্দুদের অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করার ঘটনা খুব একটা শোনা যায় না।
রিপোর্টে বলা হয়েছে, আনিস আলমগীরের বিরুদ্ধে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুশান্ত কুমার বসু। তাঁর অভিযোগ, প্রথমে পুলিশ মামলাটি গ্রহণ করতে রাজি না হওয়ায় তিনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করেছেন। আইনজীবীর আরও দাবি, “হিন্দু ধর্মে বিদ্যার দেবী সরস্বতী সম্পর্কে কটূক্তি করার মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে।”

মামলার আসামী আনিস আলমগীর বিবিসিকে জানিয়েছেন, “দেবী সরস্বতীর সৌন্দর্যের প্রশংসা করে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতেও যারা আহত হয়েছেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।” তিনি আরও বলেন, “এই ঘটনার পর আমি আমার ভুলের কথা স্বীকার করে তিন তিনবার দুঃখ প্রকাশ করেছি। সারা জীবন আমি মানবতার পক্ষে ও সাম্প্রদায়িকতার বিপক্ষে জীবন বাজি রেখে কাজ করেছি। তারপরেও আমার একটি ভুলকে ইস্যু বানিয়ে মামলা করা হয়েছে,” এরপর আদালতে গিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে চান বলেই জানিয়েছেন আলমগীর৷


No comments: