বাইকের ধাক্কায় হত স্কুল ছাত্র, খোজ নিলেন বিধায়ক নিজাম। - Barak Bangla News

Breaking

Feb 11, 2018

বাইকের ধাক্কায় হত স্কুল ছাত্র, খোজ নিলেন বিধায়ক নিজাম।

বরাক বাংলা নিউজ প্রতিনিধি, হইলাকান্দি:
 আলগাপুর সমষ্টির নারাইনপুরের বাবুর বাজারে গতকাল অনুমানিক দুপুর বারো ঘটিকায় অক্সফোর্ড স্কুলের এক ছাত্র শাহীন আমান লস্কর ঘরে ফেরার সময় জনৈক বাইক আরোহীর সাথে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয় লোকদের প্রচেষ্টায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাহীন আমানের অবস্থা জটিল থাকায় তাকে মেডিকেল কলেজ থেকে শিলং নিগরিমস্ এ নিয়ে যাওয়ার সময় ছেলেটি মৃত্যু বরণ করে। নারাইনপুর অঞ্চলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে শত ব্যস্ততা উপেক্ষা করে স্থানীয় বিধায়ক লালা ভবানিপুর ইজতেমাতে অংশগ্রহণ করার জন্য গুয়াহাটি থেকে গতকাল হাইলাকান্দি আসেন। আজ ঘটনার খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের কাছে ছোটে যান এবং সমবেদনা প্রকাশ করেন। মৃত শাহীনের বাবার হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী

No comments: