ত্রিপুরায় আদিবাসী মুখ্যমন্ত্রীর জোরালো দাবি, আইপিএফটি বেঁকে বসায় বিপাকে বিজেপি - Barak Bangla News

Breaking

Mar 5, 2018

ত্রিপুরায় আদিবাসী মুখ্যমন্ত্রীর জোরালো দাবি, আইপিএফটি বেঁকে বসায় বিপাকে বিজেপি

ত্রিপুরায় বড় জয়ের আনন্দে বিভোর বিজেপির সামনে নতুন সমস্যা তৈরী হয়েছে। জোটে বিজেপির সঙ্গী দল আইপিএফটি রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী বানানোর দাবি তুলেছে। যখন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেবের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পরিস্কার হচ্ছিল, ঠিক তখনই জোট সঙ্গীর এই দাবি বিপাকে ফেলল বিজেপিকে। যা কিনা এই জোটের জন্য মোটেও ভালো লক্ষণ না।

4 সূত্রের খবর, বিপ্লব দেব রবিবার আগরতলায় নিজের বিধানসভা এলাকা বনমালীপুরে হাজার হাজার সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন। ঠিক সেই সময় ইন্ডিজিনস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) অধ্যক্ষ এন. সি. দেববর্মা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে আদিবাসী মুখ্যমন্ত্রী বানানোর দাবি করেন। তার এই সাংবাদিক সম্মেলন সম্পর্কে বিজেপির কাছে আগে কোনও খবর ছিল না।

No comments: