শিক্ষা ব্যাবস্থারও গৈরিকীকরণ করতে চাইছে মোদীর দল? ত্রিপুরায় সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে ‘টীকা লেখ বিজেপি’ - Barak Bangla News

Breaking

Nov 23, 2018

শিক্ষা ব্যাবস্থারও গৈরিকীকরণ করতে চাইছে মোদীর দল? ত্রিপুরায় সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে ‘টীকা লেখ বিজেপি’

 ত্রিপুরার শিক্ষা ব্যাবস্থারও গৈরিকীকরণ করতে চাইছে বিজেপি সরকার। অভিযোগ সবটাই কি মিথ্যা? গেরুয়া শিবিরের কাজকর্ম প্রমাণ করছে অভিযোগ পুরোটা মিথ্যা নাও হতে পারে। কারণ ত্রিপুরায় স্কুলের পরীক্ষায় বিজেপিকে নিয়ে টিকা লিখতে বলা হচ্ছে, আর তাই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
ত্রিপুরার উনকোটি জেলায় স্কুলের সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে যে টিকা লিখতে দেওয়া হয়েছিল তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য শিক্ষা ব্যবস্থাতেও আধিপত্য বিস্তার করতে শুরু করেছে বিজেপি। যে প্রশ্নে বিজেপিকে নিয়ে টিকা লিখতে দেওয়া হয়েছিল, সেটায় কোনও বিকল্প প্রশ্ন ছিল না। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের সেই প্রশ্নটা লেখা বাধ্যতামূলক।

No comments: