নাম বদলের ঢেউ আছড়ে পড়ল মমতার রাজ্যেও, ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখল বিশ্ব হিন্দু পরিষদ - Barak Bangla News

Breaking

Nov 12, 2018

নাম বদলের ঢেউ আছড়ে পড়ল মমতার রাজ্যেও, ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখল বিশ্ব হিন্দু পরিষদ

বিজেপির নেতৃত্বে উত্তরপ্রদেশ থেকে শুরু হওয়া বিভিন্ন ঐতিহাসিক স্থানের নাম বদলের ঝাপটা এবার মমতার রাজ্যে এসে লেগেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে ঈশ্বরপুর রাখার উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ইসলামপুরে ভিএইচপি পরিচালিত সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দির স্কুলের সাইনবোর্ডে ইতিমধ্যে ইসলামপুরের বদলে ঈশ্বরপুর লেখা হয়েছে।

এভাবে নাম বদল করায় এলাকায় জল ঘোলা হতে শুরু করেছে। হুট করে একটি বিদ্যালয়ের সাইনবোর্ডে কীভাবে ইসলামপুরের স্থলে ঈশ্বরপুর লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ভারতের সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেছেন, মুসলিম শাসকেরা এই নাম চাপিয়ে দিয়েছিল। ঐতিহাসিকভাবে এই জায়গার নাম ঈশ্বরপুর। তাই তাদের স্কুলের সাইনবোর্ডে ঈশ্বরপুর লেখা হয়েছে।

No comments: