জুতোর মালা নিয়ে বিজেপি অফিসে এসে দলত্যাগ করলেন বিজেপি সভাপতি - Barak Bangla News

Breaking

Nov 20, 2018

জুতোর মালা নিয়ে বিজেপি অফিসে এসে দলত্যাগ করলেন বিজেপি সভাপতি

কাছাড়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রাপ্তিকে ঘিরে বিভিন্ন দলে ক্রমেই চড়ছে ক্ষোভের পারদ। টিকিট থেকে বঞ্চিত হয় জুতোর মালা নিয়ে শিলচরের দলীয় কার্যালয়ে পদত্যাগপত্র পেশ করে যান বিজেপির পশ্চিম সোনাই মন্ডলের সভাপতি দিলীপ কুমার দাস।
দিলীপ কুমার দাস এবার পশ্চিম সোনাই জেলা পরিষদ আসনে বিজেপির টিকিটের দাবিদার ছিলেন। তবে দল প্রার্থী করছে মানব সিং নামে অন্য একজনকে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন দীলিপ বাবু। রবিবার দুপুরে তিনি সঙ্গে বেশ কিছু লোক নিয়ে ইটখলায় দলীয় কার্যালয়ে এসে পদত্যাগপত্র পেশ করেন। সে সময় তিনি হাতে করে নিয়ে আসেন জুতোর মালা।

No comments: