প্রেমের প্রচার - Barak Bangla News

Jul 13, 2017

demo-image

প্রেমের প্রচার

°°°°°°°°°°°°°°°
কী বিচিত্র দেশ মোদের
ভারত মহান!
কেহ খেলে হোলী রক্তের
কেহ রক্ষে প্রাণ!
স্বার্থণ্বেষী লড়ে সদা
করিতে বিচ্ছেদ।
সংগ্রামীরা লড়ে ছিল
হয়েও শীরচ্ছেদ!
কাঁদে মাতা ঘোমটা তলে
অসহ্য বেদন!

সন্তানেরা কেন মোর
লড়ে সর্বক্ষন?
কচি সন্তান করেছিল
ঈদের আয়োজন।
নিজ ভ্রাতা হিংস্রে করে
জীবন হরণ!
সাধূ সন্তান করে যাত্রা
পূণ‍্যের অর্জনে।
পথ মাঝেই নাশে প্রাণ
অসভ‍্য গর্জনে।
যোগ্য সন্তান আছে মাঝে
রূপেতে সেলিম।
গরীমা তবু না ছাড়ি
যদিও মলিন।
করি মিলে মাতৃসন্মান
করিতে উদ্ধার।
জাতপাত ধর্মের উর্ধে
প্রেমের প্রচার।

                                         @শফিক(১৩/৭/১৭)

Pages

Contact Form

Name

Email *

Message *