রোহিঙ্গা_নির্যাতন রবিবারে_প্রতিবাদী_সভা_কাছাড়ের তারিনীপুরে - Barak Bangla News

Sep 30, 2017

demo-image

রোহিঙ্গা_নির্যাতন রবিবারে_প্রতিবাদী_সভা_কাছাড়ের তারিনীপুরে

IMG-20170929-WA0090
রশিদ তাপাদার,বিবিএন, কাটিগড়াঃ- মায়ান্মারে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের জঘন্যতম নৃশংস ও নির্মম গণ হত্যার বিরোদ্ধে এক প্রতিবাদী জনসভার আয়োজন করা হইয়াছে। স্থান পূর্বকাটিগড়ার তারিণীপুর জিপি অফিস সংলগ্ন খোলা ময়দান। তারিখ ১ই অক্টোবর, রোজ রবিবার, সন্ধ্যা পাচ টায়। যুব আহলে সুন্নত তারিণীপুর শাখা, জনতা ক্লাব,  ইষ্ট কাটিগড়া ডেভেলপমেন্ট সোসাইটি, রোশনি ফাউন্ডেশন  সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংঘটনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশের প্রস্তুতি জোর কদমে চলছে। আয়োজকদের   পক্ষে হবিবুর রহমান চৌধুরী, মাও শরফ উদ্দিন, মানিক চৌধুরী, ওলিউল্লাহ আহমদ তালুকদার,  আব্দুর রউফ তালুকদার প্রমুখরা জানান, সুকি সরকার কর্তৃক এই নির্মম হত্যাকাণ্ড কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক মহল এসব বন্ধ করতে মায়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করুক। ভারত সরকারের প্রতি এদাবী রাখতেই প্রতিবাদী সভার আয়োজন, বলেন উদ্যোক্তারা। তারা আরো জানান, এ সমাবেশে উপস্থিত থাকবেন, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূইয়া, এআইইউডিফ নেতা হাজি খলিল উদ্দিন মজুমদার, শিক্ষাবিদ বীরেন্দ্র চন্দ্র দাস, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বড়ভূইয়া, জিপি সভাপতি যতিন্দ্রমোহন বর্ধন, ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী প্রমুখ। এ প্রতিবাদী সভাকে সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।

Pages

Contact Form

Name

Email *

Message *