বদরপুর আল ইসলাহ নেশনাল একাডেমিতে উন্মোচন হল 'সন্ত্রাসবাদের উৎস সন্ধানে ' বইয়ের প্রচ্ছদ।বইটি লিখেছেন প্রখ্যাত চিন্তাবিদ, সমাজ সচেতক ইসলামিক পন্ডিত মৌলানা মুজির উদ্দিন।জাতীয় পর্যায়ের খ্যাতি সম্পন্ন এই আলিম তার বইয়ে সন্নিবিস্ট করেছেন সন্ত্রাসবাদ নামক অভিশপ্ত এক অধ্যায়ের ইতিবৃত্ত।বইটি আকারে ছোট হলেও বাস্তব প্রেক্ষাপট্টে সন্ত্রাসবাদের মূল কারন এবং তার থেকে উত্তরনের নানা দিক তিনি এই বইয়ে তুলে ধরেছেন।আল ইসলাহ নেশনাল একাডেমির উদ্দ্যোগে অনুস্টিত এই প্রচ্ছদ উন্মোচন অনুস্টানে লেখক তার বইয়ের মূল বিষয় এবং তার গ্রহণযোগ্যতা কতটুকু তা তুলে ধরেন,বইটি যে কোন ভাষায়য় কেউ অনুবাদ করতে চাইলে তার আপত্তি থাকবে না বলে লেখক প্রতিশ্রুতি দেন।।প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিশিস্ট লেখক, বদরপুর নবিনচন্দ্র কলেজের প্রাক্তন আধ্যক্ষ তথা আসাম বিধান সভার প্রাক্তন সদস্য নিশিথ রঞ্জন দাস তার বক্ত্যবে লেখকের সাহসি পদক্ষেপের ভূয়সি প্রসংসা করেন।তিনি তার বক্তব্য সন্ত্রাসবাদের বিভিন্ন কারন ও দিক নিয়ে পর্যালোচনা করেন।দাস তার বক্তব্যে বলেন এক একটা জাতিকে অন্যায়ভাবে বিলিন করে করে দেওয়ার চক্রান্ত চলছে সারা বিশ্বে শুধুমাত্র রাজনৈতিক আধিপাত্য ও ব্যবসায়িক সাম্রাজ্য প্রতিস্টার লক্ষ্যে।এ প্রসংগে ইতিহাসের আলোকে আসামের বিভিন্ন আন্দোলন ও রক্তমাখা দিনগুলির অজানা কিছু তথ্য ও তার বক্তব্যে তুলে ধরেন।বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদ উদ্দিন তার বক্তব্যে লেখকের পরিচয় দিতে গিয়ে বলেন এই বইটির লেখক দীর্ঘদিন থেকে লেখার কাজে যুক্ত কিন্তু বার্ধক্যের কারনে কিছুদিন লেখার জগত থেকে দূরে থাকলেও এক সময়ে পত্রিকার সম্পাদনাও তিনি করেছেন।অত্যন্ত প্রাসংগিক এই বিষয়ে লেখা তার এই বই অত্যন্ত সময়োপযোগী বলে তিন মত ব্যক্ত করেন। বই উন্মোচনি এই সভায় সঞ্চালকের ভূমিকায় বদরপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মাহতাবুর রহমান থাকলেও সমস্ত অনুস্টানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষা আধিকারিক আবুল কালাম তাপাদার।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদরপুর কলেজের অধ্যপক আবু তাহির,আল ইসলাহর সম্পাদক মো: শাহজাহান,মৌলানা আবুল হোসেন কাসিমি প্রমুখ।
Sep 25, 2017

সন্ত্রাসবাদের উৎস সন্ধানে 'বইয়ের প্রচ্ছদ উন্মোচন'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment