শনিবার শিলচরে বরাকের সব ছাত্রছাত্রীদের এক সাথে আনন্দরাম পুরস্কার বিতরণ। - Barak Bangla News

Sep 22, 2017

demo-image

শনিবার শিলচরে বরাকের সব ছাত্রছাত্রীদের এক সাথে আনন্দরাম পুরস্কার বিতরণ।

ARBAS1

নিজস্ব প্রতিনিধি, শিলচর: কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জিলার সব ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয়ভাবে শিলচরে আসাম রাইফেলসের খেলার মাঠে আনন্দরাম বরুয়া পুরস্কার বিতরণ আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। 

২৩ সেপ্টেম্বর সেপ্টেম্বর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনন্দরাম বরুয়া পুরস্কার হিসাবে ছাত্রছাত্রীদের মধ্যে লেপটপ বিতরণ করা হবে। 

তিন জেলার সব যোগ্য প্রার্থীদের যথা সময়ে উপস্থিত থেকে নিজ নিজ পুরস্কার গ্রহণ করার জন্য কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

2 comments:

Unknown said...

Very good news Barak Bangla news

Unknown said...

Very good news Barak Bangla news

Pages

Contact Form

Name

Email *

Message *