করিমগঞ্জ রেডক্রশ সোসাইটির উদ্যোগে ও শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বদরপুরের প্রত্যন্ত গ্রাম পিরটিকরে বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির। - Barak Bangla News

Sep 29, 2017

demo-image

করিমগঞ্জ রেডক্রশ সোসাইটির উদ্যোগে ও শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বদরপুরের প্রত্যন্ত গ্রাম পিরটিকরে বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির।

WhatsApp+Image+2017-09-29+at+7.21.31+PM

নিজস্ব প্রতিনিধি : করিমগঞ্জ রেডক্রশ সোসাইটির উদ্যোগে  ও শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার বদরপুরের প্রত্যন্ত 639 নম্বর পিরটিকর এল পি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্টিত হয়। সকাল এগারোটায় শিবিরের উদ্বোধন করেন করিমগঞ্জ রেডক্রসের যুগ্ম সম্পাদক তরুন দাস। উদ্বোধনী সভায় লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তার জয়া নাথ চোখের যত্ন কি ভাবে নিতে তা বক্তব্য রাখেন। বদরপুর থানার ওসি জে কে বরা  ও এংলারবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি বাদল রায় প্রত্যন্ত এলাকা পিরটিকরে দুটি সংস্হা  বিনামুল্যে  এই শিবির আয়োজন করায় তাদের সাধুবাদ জানান। সভায় শিক্ষক আব্দুল ছত্তার, দিব্যজ্যোতি দাস, সেলিম আহমদ বক্তব্য রাখেন। শিবিরে সর্বমোঠ 216 জন রোগির চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে পনের জনের ক্যাটারেক্ট শনাক্ত করা হয়। এদেরকে ওই দিন বিকেলেই শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামুল্যে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। শিবিরে স্বেচ্ছাসেবিকা হিসেবে ছিলেন সাহেনা খানম, সিফা বেগম, নাজিরা খানম ও স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন শংকর দাস, স্বপ্নজিৎ নাথ, অনুপম বর্দন, রাহুল কান্তি নাথ, বিশ্বজিৎ নাথ, মোজাক্কির হুসেন, সুজয় নাথ।

Pages

Contact Form

Name

Email *

Message *