ভারতের কৃতি সন্তান হায়দ্রাবাদের তরুনী সড়ক দুর্ঘটনায় নিহত। - Barak Bangla News

Breaking

Oct 24, 2017

ভারতের কৃতি সন্তান হায়দ্রাবাদের তরুনী সড়ক দুর্ঘটনায় নিহত।

ভারতের কৃতি সন্তান হায়দ্রাবাদের তরুনী প্রেরনাদায়িনি বক্তা  সানা ইকাবাল আজ সকাল সাড়ে সাতটা নাগাদ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।রেখে গেছেন স্বামি ও এক বছরের ছোট্ট শিশু।সমাজ সচেতন সানা দুই বৎসর থেকে বাইকযোগে ঘুরছিলেন আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে। 'সুইসাইড ইজ নট দা সল্যুশন ' এই বার্তা নিয়ে তিনি আসাম সহ প্রত্যন্ত এই বদরপুরে ও ঘুরে গেছেন। গত বৎসর এপ্রিল মাসে 'বদরপুর আল আমিন একাডেমি','সেন্ট্রাল পাব্লিক স্কুল' সহ 'কে এন বি' মহিলা মহাবিদ্যালয়ে সচেতনতা সভা ও করে গেছেন।আত্মহত্যা ঠেকাতে তিনি অবিভাবকদের সচেতন করতে অবিভাবকদের নিয়েও বিভিন্ন বৈঠক করে গেছেন। সানার এই অকাল মৃত্যুতে দেশ এক প্রেরনাদায়ি তরুনীকে হারাল।তার মৃত্যুত্বে শোক ব্যক্ত করেছেন 'সোসাইটি ফর ব্রাইট ফিউচার' এর আসাম সাউথ জোনের আহ্বায়ক হাসানুল বান্না খান,সেন্ট্রাল পাব্লিক স্কুলের পক্ষ থেকে শোক বার্তা পাঠিয়েছেন এনাম উদ্দিন,আলা আমিন একাডেমি ও সানার এই অকাল মৃত্যুতে শোকে মর্মাহত।আল আমিনের পক্ষ থেকে শোক বার্তা পাঠিয়েছেন হিফজুর রহমান খাজাম।

No comments: