মুজাম্মিল লতিফি: কাটিগড়া, ২
৪ অক্টোবর,
শিলচর- কালাইন পূর্ত সড়ক সংস্কারের দাবীতে বিভিন্ন সংগঠনের তরফে বারবার মিছিল মিটিং সহ স্বারকপত্র প্রেরণ করার পরও কোনও কাজে আসেনি। এনিয়ে বারকয়েক কাছাড়ের জেলাশাসককে অবগত করার পরও ফল শূন্যের কোটায়। রাজ্যের পূর্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কালাইন- শিলচর পূর্ত সড়ক সংস্কারের কাজে সম্পুর্ণ উদাসীন। পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ মঙ্গলবার বারো ঘণ্টার রাস্তা অবরোধ কর্মসূচী পালন করে কালাইন ব্লক কংগ্রেস। এতে আরোও কয়েকটি সামাজিক সংগঠনও সহযোগীতা করে এই অবরোধ কর্মসূচীতে। অবরোধ চলাকালীন স্বাস্থ্য পরিষেবা, পুলিশ, ফায়ার ব্রিগেড ছাড়া অন্য কোনও যানবাহনকে চলাচল করতে দেওয়া হয়নি।অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লস্কর, যুব কংগ্রেস সভাপতি শরফুল আলম চৌধুরী, কালাইন ব্লক কংগ্রেস সভাপতি বিশাল সরকার সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
Oct 24, 2017

Home
Unlabelled
শিলচর-কালাইন পূর্ত সড়ক সংস্কারের দাবীতে সড়ক অবরোধ কংগ্রেসের
শিলচর-কালাইন পূর্ত সড়ক সংস্কারের দাবীতে সড়ক অবরোধ কংগ্রেসের
Share This

About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment