কাটিগড়ায় এআইইউডিএফের জনসভায় উপস্থিতি নগণ্য, আক্ষেপ আজমলের। - Barak Bangla News

Breaking

Jan 19, 2018

demo-image

কাটিগড়ায় এআইইউডিএফের জনসভায় উপস্থিতি নগণ্য, আক্ষেপ আজমলের।

26733392_1723137404375640_3743950511928133816_n
মুজাম্মিল লতিফি,রাজাটিলা, ১৮ জানুয়ারী : বরাক বাংলা নিউজ: দলের সাধারণ সভায় দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল স্বশরিরে উপস্থিত।মাত্র শতাধিক দলীয় শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল এআইইউডিএফের কাটিগড়া সমষ্টি ভিত্তিক জনসভা। দলীয় কর্মীদের উপস্থিতি নগণ্য দেখে বারবার আক্ষেপ প্রকাশ করতে শুনা গেছে বিভিন্ন বক্তার মুখে। চেয়ার খালি থাকায় দলের কর্মীদের ফিসফাস বুঝে জনৈক বক্তা বলেই দিলেন, মন দুর্বল করবেন না। এআইইউডিএফ দল দূর্বল নয়। যে দল নাকি কংগ্রেস সরকারকে গদিচুৎ করতে সক্ষম হয়েছে। বিকাল দুটা থেকে সভা শুরু হলেও দলের সুপ্রিমো সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল হাজির হন ঘড়িতে কাটায় কাটায় রাত ৬ টায়। সভা চলে রাত সাড়ে সাতটা অবধি। এআইইউডিএফ কাটিগড়া বিধানসভা কমিটির সভাপতি আতাউর রহমান লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত কাটিগড়া চেরাগি বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এআইইউডিএফের জনসভায় বক্তাদের আক্রমণের লক্ষ্য ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। প্রত্যেক বক্তার মুখে প্রশংসা শুনা গেল দল সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলের। প্রধান অতিথি আজমল বলেন, এনআরসিতে দাখিল করা পঞ্চায়েত নথি নিয়ে রূপজান বেগমের হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে তিনি একাই লড়েছেন। তাঁর মতে, রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা যেসব সমস্যার সম্মুখীন, সেই সমস্যাগুলো সৃষ্টি করেছে তাৎকালীন কংগ্রেস সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকেও একহাত নেন আজমল। তিনি বলেন, গগৈর এক ঘুয়েমি মনোভাবের কারণেই রাজ্যে ক্ষমতাসীন হয়েছে বিজেপি সরকার। রাজ্যে বিজেপি সরকার গদিতে বসার মূলে গগৈ। সিদ্দেক আহমেদকে ছেড়েও কথা বলেননি আজমল। তুলোধূনো করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দেকেও। আজমল বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে কাটিগড়ার সবকটি জিপি, এপি, জেলা পরিষদ এমনকি গ্রুপ মেম্বারগুলোও এআইইউডিএফ দলের অনুকূলে আসবে। এখন থেকেই দলের সর্বস্থরের কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।এদিকে, সভায় আসার পথে কাটিগড়া বাজারের পার্শ্ববর্তী স্থানে রাস্তায় দাড়িয়ে কয়েকজন যুবক কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলকে। বিক্ষোভকারী যুবকরা স্লোগানও দেন, বিজেপির দালাল হায় হায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, করিমগঞ্জের সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, আলগাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরি, মধ্য হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমেদ খান, করিমগঞ্জ জেলা এআইইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার, কাছাড় জেলা এআইইউডিএফ সভাপতি সামিনুল হক বড়ভুইয়া, সাধারণ সম্পাদক হাজি খলিল উদ্দিন মজুমদার প্রমুখ।

Pages

Contact Form

Name

Email *

Message *