অসমের সরকারি তালিকায় নাম না থাকা বাঙালিদের সাংবিধানিক অধিকার থাকবে না, জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দয়া করে এই নাগরিকত্বহীন মানুষদের রাজ্যে থাকতে দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিষয়টি ভেঙে বুঝিয়েও দিয়েছেন তিনি। বলেছেন, তালিকায় নাম না থাকা ‘ভিনদেশী’রা কোনও সাংবিধানিক অধিকার পাবেন না। ভোটের অধিকারও থাকবে না তাঁদের। তবে এখুনি রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে না। কয়েকটা দিন অপেক্ষা করা হবে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলেই এই বিষয়ে অসম সরকার পদক্ষেপ করবে।
এদিকে অসমে বাঙালি খেদা নিয়ে এদিন বীরভূমের সভা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, এভাবে কোনও রাজ্য থেকে অন্য রাজ্যের মানুষকে নিজের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যায় না বলেও মত প্রকাশ করেছেন মমতা। যদিও, বাংলার বিজেপি নেতৃত্ব এই নিয়েও সাফাই দিতে ছাড়ছে না। কোনও নেতা টিভি চ্যানেলে বলছেন, প্রথম তালিকায় নিশ্চয়ই কোনও গোলমাল হয়েছে। তাই তালিকা থেকে বাদ পড়েছে কয়েকজন বাঙালির নাম। পরে তাঁদের নাম যুক্ত হবে। যদিও, এই বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অসমে বসবাসরত বাঙালিদের কপালে। তাঁরা সকলেই, এখন ভিটে ছাড়া হওয়ার আশঙ্কায় শঙ্কিত।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment