নতুন বছরেই জিও-র নতুন চমক : অন্য টেলিকম সংস্থাগুলি এবার কোণঠাসা! - Barak Bangla News

Breaking

Jan 6, 2018

নতুন বছরেই জিও-র নতুন চমক : অন্য টেলিকম সংস্থাগুলি এবার কোণঠাসা!

টেলিকম সংস্থাগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যে যত কম দামে বাজারে প্ল্যান আনতে পারে, তার তত বেশি গ্রাহক। এরই মধ্যে জিও আবার একটি চমক দিল। জিও-র ১৯৯ টাকার প্ল্যনটি নিলে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যেত। 
এবারে মাত্র ১৪৯ টাকার প্ল্যানেই প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি ভ্যালিড থাকবে ২৮ দিনের জন্য। ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যান’ হিসেবেই এই প্ল্যানটি বাজারে এনেছে মুকেশ অম্বানীর কোম্পানি। আগামী ৯ জানুয়ারি থেকে এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। 
শুধু ১৪৯ টাকার প্ল্যানই নয়। অন্যান্য প্ল্যানগুলিরও দাম কমিয়েছে জিও। দুই ভাগে গ্রাহকদের খরচ কমিয়েছে জিও। এক দিকে কিছু প্ল্যানে অতিরিক্ত ৫০ শতাংশ ডেটা দিচ্ছে জিও। আবার কিছু প্ল্যানের দামের ডেটা সীমা একই রেখে, দাম ৫০ শতাংশ কমিয়ে এনেছে। 
আগে যে প্ল্যানটির দাম ছিল ৩৯৯ টাকা, এখন তার দাম কমে হয়েছে ৩৪৯ টাকা। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৭০ দিন। তবে নতুন করে ৩৯৯ টাকারও একটি প্ল্যান এনেছে জিও। নতুন ৩৯৯ টাকার প্ল্যানে অতিরিক্ত ২০ শতাংশ ডেটা পাওয়া যাবে। আর ৭০ দিনের বদলে ৮৪ দিন ভ্যালিডিটি থাকবে এই প্ল্যানটির। 

No comments: