প্যারাগন জুনিয়র কলেজে সম্পন্ন বাৎসরিক ক্রীড়া সমারোহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান - Barak Bangla News

Breaking

Jan 9, 2018

প্যারাগন জুনিয়র কলেজে সম্পন্ন বাৎসরিক ক্রীড়া সমারোহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতি বছরের ন্যায় এবারো আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হলো বদরপুরের ঐতিহ্যবাহী প্যারাগন জুনিয়র কলেজের বাৎসরিক বিদায় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ক্রীড়া সমারোহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । গত ৬ জানুয়ারি পর্যন্ত চলা এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণীর পাশাপাশি চুড়ান্ত বছরের শিক্ষার্থীদের বিদায়ী আলবিদা জানানো হয় গতকাল ৮ জানুয়ারি । প্রধান অতিথি প্রবীণ আইপিএস আধিকারিক অখিলেশে কুমার সিংহের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে এবারের প্যারাগন এক্সিলেন্স এওয়ার্ড হিসাবে শংসাপত্র সহ নগদ ১৫ হাজার টাকা তুলে দেওয়া হয় উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট শল্য চিকিৎসক ড° কুমার কান্তি  দাসের হাতে  যদিও নগদ অর্থ কলেজের উন্নতিকল্পে ব্যয় করার জন্য কতৃপক্ষের কাছে ফিরিয়ে দেন ড° দাস।
                        এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজে কতৃপক্ষের সাফল্যের স্বীকৃতি সহ ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার প্রতি উৎসাহীত করা সহ সমাজের দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান উপস্থিত প্রত্যেক বক্তাই। উল্লেখ্য এদিনের এই ঐতিহাসিক মুহূর্তে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ কর্তৃপক্ষ সহ করিমগঞ্জের পীরনবীর শর্মা সহ অন্যান্যরা।

No comments: