শ্বসানঘাটের সামনেই শ্বসানযাত্রী বছর ষাটের বৃদ্ধা মহিলা। - Barak Bangla News

Feb 11, 2018

demo-image

শ্বসানঘাটের সামনেই শ্বসানযাত্রী বছর ষাটের বৃদ্ধা মহিলা।


PicsArt_02-11-10.31.01
মুজাম্মিল লতিফি, কাটিগড়া,১১ ফেব্রুয়ারি : ভাগ্যের কি নির্মম পরিহাস!  নিজের বাড়ি থেকে বেরিয়ে কীর্তনে আসার পথেই ট্রিপারের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন বছর ষাটের এক বৃদ্বা মহিলা। নাম কর্ণমালা দাস। সাথে গুরুতর জখম হয়েছেন মৃত কর্ণমালার এক গর্ভবতী নাতিনীও। রবিবার দুপুর ১টায় কাটিগড়া বিধানসভার ইন্দো-বাংলা সীমান্তবর্তী লেভারপুতা দ্বিতীয় খণ্ডের সাদিরখাল বাজার থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে সড়কেই শ্বসানঘাটের সামনেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রিপারটি ছিল পাথর বোঝাই। এএস -১১ বিসি- ৮৩৬০ নম্বরের ঘাতক লরিটি আসছিল গুমড়া থেকে সাদিরখাল অভিমুখে। উল্লেখ করা যেতে পারে যে, সাদিরখাল বাজারে চলছে তিনদিন ব্যাপি মহানাম সংকীর্তন। আর রবিবার ছিল দ্বিতীয় দিন। আর এতেই যোগ দিতে লারাংপার গ্রামের নিজের বাড়ি থেকে বেরিয়ে সড়কে উঠামাত্র সংঘটিত হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালেও লাশ উঠাতে দেননি স্থানীয় জনতা। তাদের দাবি সার্কল অফিসার আসতে হবে। রবিবার ছুটির দিন থাকায় কাটিগড়া সর্কল মেজেষ্ট্রেট মনজুর এলাহি বড়ভূইয়া সন্ধ্যা পাঁচটায় ঘটনাস্থলে পৌছে তাদের দাবী মানে নেওয়ায় পরিবেশ শান্ত হয়। ঘাতক ট্রিপারের চালক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এদিকে মৃত বৃদ্ধার আহত নাতিনী এলোনা বালা দাস আট মাসের গর্ববতী বলে জানা যায়। আহত এলোনা বালাকে সঙ্গে সঙ্গে কালাইন এফআরইউতে ভর্তি করা হয়েছে।

Pages

Contact Form

Name

Email *

Message *