‌মুসলিমদের এক হাতে কোরান, আর অন্য হাতে কম্পিউটার রাখার পরামর্শ মোদির - Barak Bangla News

Mar 2, 2018

demo-image

‌মুসলিমদের এক হাতে কোরান, আর অন্য হাতে কম্পিউটার রাখার পরামর্শ মোদির

bb4fed034c97
ওয়েবডস্ক:‌ সন্ত্রাসবাদ কোনও ধর্মের নয়। এটা একটা মানসিকতা, যার দ্বারা প্রভাবিত হয়ে ভুল পথে চালিত হচ্ছে যুব সমাজ। এর বিরুদ্ধে লড়াই মানে কোনও ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। বৃহস্পতিবার ইসলামিক হেরিটেজের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ধর্মই মানবিকতায় বিশ্বাসী। ইসলামের সেই মানবিক দিকেটি বেশি করে নজরে আনা প্রয়োজন। ভারতের মত বহু ধর্মের দেশে আরও বেশি করে মানবিক হতে হবে সকলকে। বিশেষ করে মুসলিম যুব সমাজকে সেদিকে নজর রাখতে হবে বলে এদিন বলেন প্রধানমন্ত্রী। মুসলিম যুব সমাজকে আরও বেশি করে আধুনিক হওয়ার পরামর্শ দিয়েছেন মোদি। শুধু কোরান পড়লেই চলবে না, প্রযুক্তিগত শিক্ষাও জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী।
ইসলাম হেরিটেজের এই অনুষ্ঠানে ছিলেন জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়। তিনিও মুসলিমদের আরও বেশি করে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন। ধর্মের নামে জিহাদ কখনওই কাম্য নয় বলে মনে করেন জর্ডনের রাজা। যাঁরা ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে তাঁদের চিনতে হবে। তাঁদের অভিষন্ধীর বিরুদ্ধে লড়াই করতে হবে। যাঁরা হিংসা ছড়াতে চাইছে তাঁদের প্রতিহত করার বার্তা দিয়েছেন তিনি। আর এই কাজে মুসলিম এবং অ–মুসলিম উভয় সম্প্রদায়কেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আবদুল্লাহ।

Pages

Contact Form

Name

Email *

Message *