শিলচর : সোমবার এনআরসি দ্বিতীয় তথা চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে। গোটা আসাম যেন একরাশ ভাবনার রাজ্যে পরিণত হয়েছে। কোনও বাড়িতে তালিকায় নাম ওঠাকে কেন্দ্র করে বিরাজ করছে খুশির হাওয়া। আর কোনও বাড়িতে তালিকায় নাম না ওঠাকে নিয়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশ। তালিকায় নাম না থাকাদের মধ্যে সাধারণ মানুষদের পাশাপাশি রয়েছেন হেভিওয়েট নেতা এমনকি বিধায়করাও।
কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝারভূঁইয়া, শিলচর জেলা বার সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বিজেপি কর্মকর্তা শান্তনু নায়েক, আরএসএস কর্মকর্তা তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ দিলীপকুমার পালের স্ত্রীর নামও নেই এনআরসিতে। উল্লেখযোগ্যভাবে আতাউর রহমান মাঝারভূঁইয়ার নাম এসেছিল প্রথম খসড়া তালিকায়। কিন্তু প্রথম তালিকায় নাম আসার পরও দ্বিতীয় তালিকা অনুযায়ী নাগরিক নন তিনি।
Aug 1, 2018

Home
Unlabelled
এনআরসি তালিকা থেকে বাদ আরএসএস, বিজেপির হেভিওয়েট নেতাদেরও নাম
এনআরসি তালিকা থেকে বাদ আরএসএস, বিজেপির হেভিওয়েট নেতাদেরও নাম
Share This

About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment