আসামের দেখাদেখি আরও দুটি রাজ্য নাগরিক তালিকা প্রস্তুত করতে চাচ্ছে। ইতিমধ্যে আসাম সরকারের সঙ্গে যোগাযোগ করেছে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্য। কথিত বাঙালি তাড়ানোর এ নাগরিক তালিকা প্রস্তুতকরণের (এনআরসি) প্রধান সমন্বয়ক প্রতীক হাজেলা বলেন, নাগরিকদের তালিকা পুঞ্জিকরণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য আগ্রহ দেখিয়েছে মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্য। ওই দুই রাজ্যের প্রতিনিধিরা বিষয়টির সরেজমিন অভিজ্ঞতা পেতে আসামে হাজির হয়েছেন। খবর টেলিগ্রাফের।
সোমবার আসামের এনআরসি নাগরিকদের তালিকা প্রকাশ করে। এতে দেখা গেছে, দীর্ঘ প্রায় ৫ দশক ধরে যারা রাজ্যে বসবাস করছেন তারাও এ তালিকায় স্থান পায়নি। রাজ্যটির মোট ৪০ লাখ সাত হাজার ৭০৭ জন নাগরিক তালিকায় নেই। অর্থাৎ তারা রাষ্ট্রহীন। আসামের মতো মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ড রাজ্য থেকে বিদেশিদের তাড়ানোর পরিকল্পনা শুরু হয়েছে। হাজেলা বলেন, ‘নাগরিক তালিকা হালনাগাদকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চায় মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ড ইতিমধ্যে তাদের সরকারি কর্মকর্তা আসামে পাঠিয়েছে।’
No comments:
Post a Comment