
তিনি বলেছেন, দলের সভাপতি অমিত শাহর নাম সবার আগে পরিবর্তন করা হোক। কারণ ‘শাহ’ শব্দটি গুজরাতি নয়, এটি পার্সি শব্দ। সেক্ষেত্রে আগে নিজের দলের লোকের নাম বদল করুক বিজেপি, তারপর না হয় দেশ জুড়ে নাম বদল করবে।
আলীগড় বিশ্ববিদ্যালয়ের ৮৭ বছর বয়সী অধ্যাপক ইরফান হাবিব বলেন, ‘এমনকি গুজরাত শব্দটিও পার্সি থেকে এসেছে। আগে এ রাজ্যকে গুরজারাত্রা বলা হতো। এটাও বদল করা দরকার। বিজেপি যে দ্রুত নাম বদল করতে উঠেপড়ে লেগেছে তা আরএসএসের হিন্দুত্ব নীতিকে অনুসরণ করে।
No comments:
Post a Comment