বিজেপির কিছু লোক নিজেদের মধ্যেই গণ্ডগোল করার চেষ্টা করছে! - Barak Bangla News

Breaking

Nov 20, 2018

demo-image

বিজেপির কিছু লোক নিজেদের মধ্যেই গণ্ডগোল করার চেষ্টা করছে!

IMG_20181120_075827
সোমবার কলকাতার মাহেশ্বরী ভবনে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। ওই বৈঠকে দলের জেলা নেতৃত্বের প্রতি রাজ্য সভাপতির নির্দেশ ছিল, ‘‘মার খাওয়ার ভয় থাকলে দল করতে হবে না। সাহসীদের জায়গা ছেড়ে দিন।’’ মিছিলে বাঁশ-ডান্ডা সঙ্গে রাখার নির্দেশও এ দিন কর্মীদের দেন দিলীপবাবু। পরে তিনি বলেন, ‘‘তৃণমূল আমাদের ভয় পাচ্ছে। তাই বার বার আক্রমণ হচ্ছে। যেখানে নিজেরা পারছে না, সেখানে পুলিশকে ব্যবহার করছে। আমরাও ছেড়ে কথা বলব না। যেখানেই সুযোগ পাব, ওদের পিঠের ছাল তুলে নেব।’’
ওই সভায় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের যে লড়াই শুরু হয়ে গেছে তাতে সামনে থেকে নেতৃত্ব দিতে দিতে হবে। কেউ যদি ভয় করেন তাহলে তিনি অব্যাহতি নিন। যিনি বুকচিতিয়ে নেতৃত্ব দিতে পারবেন তিনি আসুন। লড়াই করতে পারলে সামনে থেকে লড়াই করুন, না পারলে ঘরে বসে থাকুন। কিছু লোক তৃণমূলের সাথে লড়াই করতে না পেরে দলে গণ্ডগোল করার চেষ্টা করছেন। তবে দলের গতিকে রোধ করার কেউ চেষ্টা করলে তাকে দলে রাখা হবেনা।

Pages

Contact Form

Name

Email *

Message *