বরাক বাংলা প্রতিনিধি, বদরপুর ১৮ জুন : রাজনৈতিক চক্রান্তের শিকার বদরপুরের বিশিষ্ট সমাজসেবী এখলাস উদ্দিন । সমাজে হেয় করে মানসিক আঘাত দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনগণের । গতকাল রাতে বদরপুর শহরে অনুষ্ঠিত এক জনসভায় এভাবেই মত ব্যক্ত করেন বিশিষ্ট জনেরা। সহস্রাধিক জনতার উপস্থিতিতে তারাবীর নামাজের পর অনুষ্ঠিত এ জনসভায় প্রত্যেক বক্তাই একই ধাঁচে এখলাসের পক্ষে সওয়াল তুলে এখলাস একজন সুষ্ঠ ভাব সম্পন্ন সমাজ সেবী বলে দাবি করেন। এখলাস যে একজন নির্দোষ তাতে কারো দ্বিমত নেই বলে আওয়াজ তুলেন ২২ টিরও বেশী গ্রামের সাধারণ মানুষ ।
এখলাসকে সব ধরনের আইনি সহযোগিতা সহ দুস্কৃতি সনাক্তকরণের জন্য তারা প্রস্তুত বলে জানান এলাকার সচেতন মহল ।
উল্লেখ্য গত কয়েকদিন আগে অবৈধ অস্ত্র রাখা ও ব্যবহারের দায়ে নিজ বাড়ি থেকে এখলাস উদ্দিনকে গ্রেফতার করেন মাছিমপুর সেনা ছাউনির কিছু অধিকর্তা । এদিকে বদরপুর পুলিশের ভূমিকায় নারাজ বদরপুর বাসীর দাবি পুলিশের নাটকীয় অভিনয় সজাগ ঘুমের ভূমিকাই এখলাস গ্রেফতারের জন্য সম্পূর্ণ দায়ী।
এখলাসকে সব ধরনের আইনি সহযোগিতা সহ দুস্কৃতি সনাক্তকরণের জন্য তারা প্রস্তুত বলে জানান এলাকার সচেতন মহল ।
উল্লেখ্য গত কয়েকদিন আগে অবৈধ অস্ত্র রাখা ও ব্যবহারের দায়ে নিজ বাড়ি থেকে এখলাস উদ্দিনকে গ্রেফতার করেন মাছিমপুর সেনা ছাউনির কিছু অধিকর্তা । এদিকে বদরপুর পুলিশের ভূমিকায় নারাজ বদরপুর বাসীর দাবি পুলিশের নাটকীয় অভিনয় সজাগ ঘুমের ভূমিকাই এখলাস গ্রেফতারের জন্য সম্পূর্ণ দায়ী।
No comments:
Post a Comment