জ্বালাতন - Barak Bangla News

Breaking

Jun 29, 2017

জ্বালাতন

চোখটা হচ্ছে ছানাবাড়া।
মিজাজ হচ্ছে ভীষণ কড়া।
লিখব কীসের ছড়া!

করবো বুঝি ঈদের খুশি।
খুনিরা আজ সেবক-বেশী!
হয় যদি ইসলাম ধর্মটাই দোষী।
দাও না তবে এদের ফাসী!


হৃদয় মাঝে ভীষন কষ্ট
মুসলমান হ‌ওয়াটাই কি অ-শীষ্ট।
ইচ্ছাকৃতে করিনি অনিষ্ট।
তবুও কেন হয় অনেকেই রুষ্ঠ?

আজানে নাকি মাতালের কষ্ট।
হতে পারে সে, স্বয়ং ভ্রষ্ট।
নেপথ্যে থাকিবে অন্যের কেষ্ট।
তাইতো করে মুসলিম কে পিষ্ট।

খেয়ে ওরা পশুর মূত্র-বিষ্ট।
করে ফেলে দেয় বিবেক নষ্ট।
শয়তানের‌ই হয়ে মদতপুষ্ট।
চেনে না কে, জ‍্যেষ্ঠ বা কনিষ্ট?

করিতে সমাজের শান্তি বিনষ্ট
থাকে সদা কিছু অসৎ দুষ্ট
ধর্মের স‌ওদা করে প্রবিষ্ট।
করিতে অন‍্যায় রাজ অধীষ্ঠ।

মুসলিম তূই থাকিসরে শীষ্ট।
করে ইবাদত সাধনার ক্লেষ্ট।
থাকিয়া সংখ‍্যায় যদিও লঘিষ্ট।
বদলাবে বিধাতা তোদের অদৃষ্ট।

খোদায় যদি করিস রে তুষ্ট।
ইহধামে হোক যতই কষ্ট।
পরকালে তুই পাইবে ইষ্ট।
থাকিবেনা সেথায় ক্ষুধা ও তেষ্ট।
তবেই হবে তোর জীবন শ্রেষ্ঠ।      
             ●●●●●●●●●● শফিক(২৬/৬/২০১৭)

No comments: