আ-সমুদ্র হিমাচল
শুনি শুধু কোলাহল।
নীরি মরু কিংবা গীরী
চারিদিকে দোলছে তরী।
কে নেবে যে হাল ধরি,
জাত্রীদেরে পার করি?
নইলে সর্বনাশ!
আখলাক খুন হয়ে যায়
বলি কোথায়, নয়ডায়।
গোমাংস আছে সেথায়?
সবাই মিলে একেই পেটায়।
দেয় সে দোহাই মাংস যে নাই!
ঘায়ের ছোটে প্রাণ বিদায়,
হইল সর্বনাশ!
কোতওয়ালীর সম্মুখেই
উন্মাদ দল স্বসস্ত্র
করে ফেলে বিবস্ত্র
দেখেও পুলিশ নিরস্ত্র
স্বামীস্ত্রী আর ছোট্ট শিশু
দলিত পরিবার।
আবার সর্বনাশ!
রেলগাড়ীরই ভীতরে
উর্দী পরেও জোর করে।
ধর্ষণ করে বুক ফুলিয়ে
বোরখা পরা মুসলিমায়।
আর্তনাদে বুক ভাসালেও
পায় না কোনও সায়,
হায়রে সর্বনাশ!
বাড়ি যাবে ঈদ করিতে
জুনেদ উঠে ট্রেন মাঝেতে।
গো মাংস, তার ঝুলিতে!
শুরু ধূন্দুমার।
চিৎকারেতে বলে জুনেদ
নেই গোমাংস মোদের সাথে!
সভ্যতারই মান ভাঙিয়ে
মানবতার কবর দিয়ে
খেলে হোলি রক্ত দিয়ে।
আহা সর্বনাশ!
করবে তারা গোমাতা রক্ষা
মানুষ করেও খুন।
গড়বে বুঝি ধর্মরাষ্ট্র
যদিও হয়ে পথভ্রষ্ট।
জাগো সবাই সমাজ ভক্ত।
আর যেন না ঝরে রক্ত
হয়ে যাই সব হিংসামুক্ত।
সমাজটা হোক অপরাধ মুক্ত।
নচেৎ সর্বনাশ!!!
**** শফিক(২৫/৬/২০১৭)
শুনি শুধু কোলাহল।
নীরি মরু কিংবা গীরী
চারিদিকে দোলছে তরী।
কে নেবে যে হাল ধরি,
জাত্রীদেরে পার করি?
নইলে সর্বনাশ!
আখলাক খুন হয়ে যায়
বলি কোথায়, নয়ডায়।
গোমাংস আছে সেথায়?
সবাই মিলে একেই পেটায়।
দেয় সে দোহাই মাংস যে নাই!
ঘায়ের ছোটে প্রাণ বিদায়,
হইল সর্বনাশ!
কোতওয়ালীর সম্মুখেই
উন্মাদ দল স্বসস্ত্র
করে ফেলে বিবস্ত্র
দেখেও পুলিশ নিরস্ত্র
স্বামীস্ত্রী আর ছোট্ট শিশু
দলিত পরিবার।
আবার সর্বনাশ!
রেলগাড়ীরই ভীতরে
উর্দী পরেও জোর করে।
ধর্ষণ করে বুক ফুলিয়ে
বোরখা পরা মুসলিমায়।
আর্তনাদে বুক ভাসালেও
পায় না কোনও সায়,
হায়রে সর্বনাশ!
বাড়ি যাবে ঈদ করিতে
জুনেদ উঠে ট্রেন মাঝেতে।
গো মাংস, তার ঝুলিতে!
শুরু ধূন্দুমার।
চিৎকারেতে বলে জুনেদ
নেই গোমাংস মোদের সাথে!
সভ্যতারই মান ভাঙিয়ে
মানবতার কবর দিয়ে
খেলে হোলি রক্ত দিয়ে।
আহা সর্বনাশ!
করবে তারা গোমাতা রক্ষা
মানুষ করেও খুন।
গড়বে বুঝি ধর্মরাষ্ট্র
যদিও হয়ে পথভ্রষ্ট।
জাগো সবাই সমাজ ভক্ত।
আর যেন না ঝরে রক্ত
হয়ে যাই সব হিংসামুক্ত।
সমাজটা হোক অপরাধ মুক্ত।
নচেৎ সর্বনাশ!!!
**** শফিক(২৫/৬/২০১৭)
No comments:
Post a Comment