দিবাস্বপ্নে মজেই আছি
দেখবো দেশের উন্নয়ন।
নিত্য দিনই করে থাকি
নতুন আইনের প্রনয়ন।
পাহাড় সম বাধা পথে
কণ্টক সরিয়ে তুলব শীর।
যুব সমাজ নেটে ব্যস্ত
মোড়ল গোষ্ঠী খেতে ক্ষীর।
রাজা সদা রাজনীতীতে
কর্মে ব্যস্ত প্রজা।
ধন সামালে ধনী ব্যস্ত
গরীবেরা হয় কুঁজা!
মূল্য বৃদ্ধির রোষে পড়ে
করে সবাই হাহাকার।
দূর্নীতি আর আচ্ছেদিন
ঘোলে গিয়ে একাকার।
বুক বেধে তবুও আশায়
উড়বে দেশের ধ্বজা।
তবু দেখি দিবাস্বপ্ন
বাস্তবে না হলেও খেয়ে দেখি গাজা!
নিত্য দিনই করে থাকি
নতুন আইনের প্রনয়ন।
পাহাড় সম বাধা পথে
কণ্টক সরিয়ে তুলব শীর।
যুব সমাজ নেটে ব্যস্ত
মোড়ল গোষ্ঠী খেতে ক্ষীর।
রাজা সদা রাজনীতীতে
কর্মে ব্যস্ত প্রজা।
ধন সামালে ধনী ব্যস্ত
গরীবেরা হয় কুঁজা!
মূল্য বৃদ্ধির রোষে পড়ে
করে সবাই হাহাকার।
দূর্নীতি আর আচ্ছেদিন
ঘোলে গিয়ে একাকার।
বুক বেধে তবুও আশায়
উড়বে দেশের ধ্বজা।
তবু দেখি দিবাস্বপ্ন
বাস্তবে না হলেও খেয়ে দেখি গাজা!
@শফিক(২৩/০৭/১৭)
No comments:
Post a Comment