মোহভঙ্গ - Barak Bangla News

Breaking

Jul 5, 2017

মোহভঙ্গ

লেগে আছে সবার ধনের মোহ!
রাতদিনে করি কাজ অহরহ।
কাহারও কাজে মোরা পা নাহি মাড়াই।
চারিদিকে দেখি শুধু স্বার্থের লড়াই।
চাই ভালো বাংলা, দামী গাড়ী চাই।
কে আপন কে পর, নেই যে বালাই।
হয়ে সাধূ থাকে কেহ, করে কেহ চুরি।
বলীয়ান হয়ে কেহ করে দাদাগিরি।
রোদে মেঘে সারাদিন চলে মজদুরী।
কাহারো বা আয়াসী সরকারি চাকুরী।
ঠীকাদারীর কাজে নাকি শুধু ঠকাঠকি।
চাষী থাকে সদা ব‍্যস্ত করে টুকিটাকি।
সদা ব‍্যস্ত থাকি মোরা চাই শুধু টাকা।
দায়ভার ভুলে গিয়ে দিয়ে কতো ধোকা।
দূর্দিনে মিজাজ হারা হ‌ই অকারন।
বদলাতে পারেনা কেহ অদৃষ্টের লিখন।
ধনী গরীব সবাই মোরা সমাজের‌ই অঙ্গ।
পড়িলে বিপদে কেহ ছাড়িবনা সঙ্গ।
                                                        ৹৹শফিক(৫/৭/১৭)

No comments: