দূর্নীতি দূর্নীতি চারীদিকে দূর্নীতি।
কংগ্রেসী রাজনীতি শুধু নাকি দূর্নীতি।
জনতার দল বলেছিল করবে সু-শাসন।
ঘর ছিল মেড়মেড়ে, হেরেফেলে সিংহাসন।
হাওয়া তুলে হাল ধরে নবরূপে কংগ্রেস।
সর্বক্ষেত্রেই ভারতের হয়ে যাবে প্রগ্রেস।
কত জল বহে গেছে নদী নালা গঙ্গায়।
উড়ে ধ্বজা কত হাতে দিল্লির কেল্লায়।
আশাহত দেশবাসীর অভিমান কান্নায়।
সারা দেশে খোঁজে তারা নিয়ে ক্ষীন আশা।
বলবান পৌরুষ চাই ঘুছাইতে সব দূঃর্দশা।
স্বপ্নের ফেরীওয়ালা দেখেছিল জনতার।
করে ফেলে চা-ওয়ালা জনহীতের অঙ্গীকার।
দায় দিয়েই কাঁদে বসে হিন্দু মুসলিম কিংবা শীখ।
জাদু-দণ্ড পেতে চায় করবে মোদের পুনঃর্মূষীক।
জনতার দল বলেছিল করবে সু-শাসন।
ঘর ছিল মেড়মেড়ে, হেরেফেলে সিংহাসন।
হাওয়া তুলে হাল ধরে নবরূপে কংগ্রেস।
সর্বক্ষেত্রেই ভারতের হয়ে যাবে প্রগ্রেস।
কত জল বহে গেছে নদী নালা গঙ্গায়।
উড়ে ধ্বজা কত হাতে দিল্লির কেল্লায়।
আশাহত দেশবাসীর অভিমান কান্নায়।
সারা দেশে খোঁজে তারা নিয়ে ক্ষীন আশা।
বলবান পৌরুষ চাই ঘুছাইতে সব দূঃর্দশা।
স্বপ্নের ফেরীওয়ালা দেখেছিল জনতার।
করে ফেলে চা-ওয়ালা জনহীতের অঙ্গীকার।
দায় দিয়েই কাঁদে বসে হিন্দু মুসলিম কিংবা শীখ।
জাদু-দণ্ড পেতে চায় করবে মোদের পুনঃর্মূষীক।
শফিক(১৪/৭/১৭)
No comments:
Post a Comment