সরকারি স্কুল - Barak Bangla News

Breaking

Jul 17, 2017

সরকারি স্কুল

জ্ঞানের লড়াই নেই রে ভাই
সুশিক্ষা আজ কোথায় পাই?
সরকারি তে শিক্ষা নাই!
শিক্ষক দের ফুরসত নাই!

অনেক বোঝা কাজের ভাই।
আদমশুমার করতে যায়‌।
ভোট নেওয়া আরেক দায়,
বছর প্রতি এসেই যায়।
এনআরসির‌ও হায়হায়!


মধ‍্যান‍্যের ভোজন খাওয়ান
হিসেবে গরমিল সময় গাওয়ান।
এরই ফাকে ছাত্র পড়ান!


বেসরকারি তে বাবুগিরি
পড়াতে চাই পকেট ভারী।
অনেক তাদের কারিগরি।
শিক্ষা দানেতে বলিহারি।

সরকার শুনি কথায় কয়।
শিক্ষায় খরচ প্রচুর হয়।
তবু ফলাফল খারাপ রয়।
তাইতো বলেন, আর নয়।

শিক্ষামন্ত্রীর উড়ে যায় হুঁশ
করবেন জনতাকে এবার খুশ!
শিক্ষকের সন্মানে লাগিয়ে ধূস।
মিডিয়ার সন্মূখেই মহারোষ!

শিক্ষক‌ই যদি পায়না সন্মান
এতেই শিক্ষার হবে অপমান।
অব‍্যবস্থার হবেনা অবসান।
বেসরকারিরা গাইবে জয় জয় জয়গান।

@শফিক(১৬/৭/১৭)

No comments: