সংখ্যালঘুদের অধিকার খর্বের অপচেষ্টা, আমীরে শরীয়তের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ নদওয়াতুত্ তামীর। - Barak Bangla News

Breaking

Jul 17, 2017

সংখ্যালঘুদের অধিকার খর্বের অপচেষ্টা, আমীরে শরীয়তের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনে ক্ষুব্ধ নদওয়াতুত্ তামীর।

সাংবাদিক সম্মেলনে আমিরে শরীয়ত সহ অন্যান্যরা

বরাক বাংলা প্রতিনিধি, হাইলাকান্দি: ধর্ম নিরপেক্ষতার মোহর লাগানো সংবিধানে পরিচালিত বিশ্বের সর্ব বৃহৎ গনতন্ত্র ভারতবর্ষে যেন আজ চলছে অঘোষিত সৈরাচারী শাসন । মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার দিল্লির ক্ষমতা দখলের পর থেকেই সমস্ত দেশে চলছে সংখ্যালঘুদের উপর অমানবিক এ অত্যাচার । কখনোও লাভ জিহাদের ভিত্তিহীন অপবাদ আবার কখনও ঘর ওয়াপসির ফরমান! কখনও  পাকিস্তানের ফ্রি ভিসা বন্টন আবার কখনও তালাকের নামে শরীয়া আইনে হস্তক্ষেপ! একদিকে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখানো অন্যদিকে গো-রক্ষকদের হাতে হত আখলাক্ব থেকে হাফিজ জুনাইদ! একহাতে লিখা হচ্ছে 'সব কা সাথ সব কা বিকাশ'-এর লোক দেখানো ইস্তাহার অন্য হাতে ধংস করা হচ্ছে মুসলমানদের প্রান প্রিয় মাদ্রাসা প্রতিষ্ঠান!.....  এক কথায় সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতের সংখ্যালঘু নির্যাতনে মরিয়া হয়ে উঠেছেন তোগাড়ীয়া থেকে সাক্ষী ও আদিত্যনাথ থেকে হিমন্ত সহ শত শত নাতুরাম গডসের উত্তরাধিকারী।
             যাইহোক এবার কেন্দ্রর ধাঁচে আসামের রাজ্য সরকার কতৃক প্রবর্তিত সংখ্যালঘু বিরোধী বিভিন্ন সমস্যা ও চক্রান্তের বিরুদ্ধে গনতান্ত্রিক পদ্ধতিতে মুখ খুলল উত্তর পূর্বে প্রধান ইসলামী ধর্মীয়-সামাজিক সংগঠন উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়াহ্ ও নদওয়াতুত্ তামীর।

               আজ হাইলাকান্দি শহরের অদূরে রাঙাউটিস্থিত আমীরে শরীয়তের বাস ভবনে আহূত এক সাংবাদিক সম্মেলনে এনআরসি নবায়ণের বিভিন্ন জটিলতা ও আসামের মাটিতে দেওয়া বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সুপ্রিমো প্রবীণ ভাই তোগাড়ীয়ার সংবিধান বিরোধী অমানবিক বক্তব্য সহ উপরোক্ত বিষয় গুলি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন আমীরে শরীয়তে আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূঞা সহ নদওয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ । তাদের দাবি এই মূহুর্তে যদি সরকার সংখ্যালঘুদের উপর চলে থাকা এহেন অমানবিক /অসাংবিধানিক আচরণে লাগাম না টানে তবে নদওয়াতুত্ তামীর অতি শীঘ্রই বৃহত্তর গন-আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
                   উল্লেখ্য আজকের এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আমীরে শরীয়ত তথা উত্তর পূর্ব নদওয়ার প্রধান হজরত আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া ছাহেব, নদওয়ার মহাসচিব শেয়খুল হাদিস হজরত মৌলানা ইউছুফ আলী, দেওরাইল টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদ উদ্দিন আহমদ চৌধূরি, প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূইয়া সহ সংগঠনের অন্যান্য পদাধীকারীরা।

No comments: