মানবতার নজীর : অভিনন্দনের জোয়ারে ভাসলেন নবীনচন্দ্র কলেজের ছাত্র-শিক্ষকরা। - Barak Bangla News

Breaking

Aug 26, 2017

মানবতার নজীর : অভিনন্দনের জোয়ারে ভাসলেন নবীনচন্দ্র কলেজের ছাত্র-শিক্ষকরা।

 বরাক বাংলা প্রতিনিধি, বদরপুর: শিক্ষা প্রতিষ্ঠানই যে মানুষ তৈরির কারখানা ও শিক্ষকরাই যে এই কারখানার বাস্তুকার তা আজ আর একবার প্রমাণিত হল বদরপুর নবীনচন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের এক ঐতিহাসিক পদক্ষেপে। বন্ধুবর ভাই আব্দুল ওহাবের দেওয়া তথ্য অনুযায়ী আজ (শনিবার) সকাল অনুমানিক ১১ ঘটিকার সময় এক বৃদ্ধা কলেজের গেটের সম্মুখে বেহুঁশ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে কিছু ছাত্র-ছাত্রী সাহায্যের হাত বাড়িয়ে দিলে এরই মধ্যে খবর পৌঁছে যায় অধ্যাপক গৌতম চন্দ্র দেব ও অধ্যাপক বজলুর রহমান খানের কানে । খবর পাওয়া মাত্রই রকেট গতিতে ঘটনাস্থলে এসে পৌঁছেন এই দুই অধ্যাপক ।


ছাত্রছাত্রী-অধ্যাপকদের যৌথ উদ্যোগে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কলেজ ছাত্রীরা মায়ের মর্যাদা দিয়ে  নোংরা কাপড় পরিহিতা মস্তিষ্ক বিকৃত মহিলাকে শ্রীগৌরি হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে সাধারণ মানুষ সত্যিকারের আবেগীক হয়ে পড়েন । নিজ নিজ ভাষায় অভিনন্দন দিতে থাকেন ছাত্র-শিক্ষকদের মানবতাবাদী এই পদক্ষেপকে।

                      এদিকে সমাজ বিশ্লেষকদের মতে ভরতবর্ষের এ অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি ও ভূয়া জাতীয়তাবাদীদের হিংস্র তান্ডবের সময়ে নবীনচন্দ্র কলেজে সংঘটিত এই ঘটনায় মজবুত হয়েছে দেশের জাতীয় ঐক্য । এলাকাবাসীকে মনে করিয়ে দিয়েছে গান্ধীজী, নেতাজী, মওলানা আজাদ ও জওহরদের ঐক্যের বর্ণিল ইতিহাস। আজ যে ভাবে নবীনচন্দ্র কলেজে ধর্মীয় পরিচয় নিরিখে মানবতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এই ভাবে একদিন দেশের এই যুব সমাজ অনৈক্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করে গান্ধীজীর স্বপ্নের ভারতবর্ষ গড়ে তুলবে বলে তারা আশাবাদী ।

No comments: