গতকাল দোহালিয়ায় এরূপ এক ঘটনার স্বয়ং সাক্ষী হলে এক বাস চালকের সঙ্গে সরাসরি কথা হয় এই প্রতিবেদকের। AS-11B-7887 নং গাড়িটির চালক বদরুল হকের মতে নিজ দায়িত্বে ও খরচে রাস্তা সংস্কারের মাধ্যমে আত্মরক্ষার পাশাপাশি সমাজ সেবাও করছেন তারা । অবশ্য সংক্ষিপ্ত এ আলাপচারিতায় চালক, সহ-চালক ও যাত্রীদের চেহারায় বিধায়ক কৃপানাথ মালাহ, আজিজ আহমদ খাঁন ও পূর্ত মন্ত্রীর প্রতি তাদের ক্ষোভের চিত্র ফুটে উঠে ।
উল্লেখ্য কংগ্রেস আমল থেকে সংস্কারহীন কানাইবাজার-ঈশানছড়া পূর্ত সড়কের বেহাল অবস্থা ও করুন যোগাযোগ ব্যবস্থার ধরুন নরক যন্ত্রণায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ ।রাস্তা ও পুকুরের মধ্যকার পার্থক্য যেন ভুলে যাওয়ার পথে তারা । কোথাও ক্ষেত্রভূমি আবার কোথাও মাছ চাষের জলাশয় । বেহাল এই রাস্তা দিয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল হাজার হাজার ছাত্র ছাত্রী সহ বিপদগ্রস্ত জনসাধারণের ।দীর্ঘদিন যাবত সংস্কারহীন কানাইবাজার - আনিপুর পূর্ত সড়কের বর্তমান শোচনীয় অবস্থা যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ডেকে আনতে পারে বলে অভিযোগ সচেতন মহলের । রাস্তাগুলো যথাসময়ে সংস্কার না করায় প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি জমে পুকুরের আকার ধারন করে যার ধরুন প্রতিনিয়ত যানবাহনের যান্ত্রিক গোলযোগ সহ বিভিন্ন ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ।
No comments:
Post a Comment