শোচনীয় কানাইবাজার ঈশানছড়া পূর্ত সড়ক : আত্মরক্ষার জন্য নিজ দায়িত্বে পাথর নিয়ে চলাচল যাত্রীবাহী গাড়ির। - Barak Bangla News

Breaking

Aug 22, 2017

শোচনীয় কানাইবাজার ঈশানছড়া পূর্ত সড়ক : আত্মরক্ষার জন্য নিজ দায়িত্বে পাথর নিয়ে চলাচল যাত্রীবাহী গাড়ির।

বরাক বাংলা প্রতিনিধি, রাতাবাড়ি: কানাইবাজার-ইশানছড়া পূর্ত সড়কের শোচনীয় অবস্থা ও বৃহত্তর রাতাবাড়ি এলাকার হাজার হাজার জনগণের দুর্ভোগ আজ আর এই উপত্যকার কারো অজানা নয়। বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রেরণ, ধর্মঘট, সাংবাদিক আন্দোলন সহ নাগরিক আন্দোলনের সব পন্থা অবলম্বন করা সত্ত্বেও টনক নড়েনি পূর্ত মন্ত্রী পরিমল শুক্লবদ্যৈ সহ ক্ষমতাসীন সরকারের । নরকগুলজার এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে গাড়ি ফেঁশে যাওয়া, যান্ত্রিক ত্রুটি ও বিভিন্ন ধরণের দুর্ঘটনা এই অঞ্চলের মানুষের জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়েছে । অবশ্য এখন আর সরকারের হাতের দিকে তাকিয়ে বসে নেই এই রাস্তায় চলাচল করা গাড়ি চালকরা। তারা এখন নিজের গাড়ির ডিগিতে পাথর বোঝাই করেই তবে যাত্রা শুরু করেন! আর যেখানে গাড়ি পার না হওয়ার উপক্রম হয় সেখানে ডিগি থেকে পাথর নামিয়ে প্রথমে রাস্তা সংস্কার করেন এবং এতে রাস্তা চলাচল উপযোগী হলে তবেই যাত্রা শুরু করেন।
গতকাল দোহালিয়ায় এরূপ এক ঘটনার স্বয়ং সাক্ষী হলে এক বাস চালকের সঙ্গে সরাসরি কথা হয় এই প্রতিবেদকের। AS-11B-7887 নং গাড়িটির চালক বদরুল হকের মতে নিজ দায়িত্বে ও খরচে রাস্তা সংস্কারের মাধ্যমে আত্মরক্ষার পাশাপাশি সমাজ সেবাও করছেন তারা । অবশ্য সংক্ষিপ্ত এ আলাপচারিতায় চালক, সহ-চালক ও যাত্রীদের চেহারায় বিধায়ক কৃপানাথ মালাহ, আজিজ আহমদ খাঁন ও পূর্ত মন্ত্রীর প্রতি তাদের ক্ষোভের চিত্র ফুটে উঠে ।

               উল্লেখ্য কংগ্রেস আমল থেকে সংস্কারহীন কানাইবাজার-ঈশানছড়া পূর্ত সড়কের বেহাল অবস্থা ও  করুন যোগাযোগ ব্যবস্থার ধরুন নরক যন্ত্রণায় এই অঞ্চলের হাজার হাজার মানুষ ।রাস্তা ও পুকুরের মধ্যকার পার্থক্য যেন ভুলে যাওয়ার পথে তারা । কোথাও ক্ষেত্রভূমি আবার কোথাও মাছ চাষের জলাশয় । বেহাল এই রাস্তা দিয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল হাজার হাজার ছাত্র ছাত্রী সহ বিপদগ্রস্ত জনসাধারণের ।দীর্ঘদিন যাবত সংস্কারহীন কানাইবাজার - আনিপুর পূর্ত সড়কের বর্তমান শোচনীয় অবস্থা যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ডেকে আনতে পারে বলে অভিযোগ সচেতন মহলের । রাস্তাগুলো যথাসময়ে সংস্কার না করায় প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলোতে পানি জমে পুকুরের আকার ধারন করে যার ধরুন প্রতিনিয়ত যানবাহনের যান্ত্রিক গোলযোগ সহ বিভিন্ন ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ।

No comments: