টি আর কে সড়কের সংস্কার কাজ কচ্ছপ গতিতে, নাজেহাল নিত্য যাত্রীরা - Barak Bangla News

Breaking

Sep 22, 2017

টি আর কে সড়কের সংস্কার কাজ কচ্ছপ গতিতে, নাজেহাল নিত্য যাত্রীরা



রশিদ তাপাদার, কাটিগড়া  প্রতিনিধিঃ পূর্ব কাটিগড়ার লাইফ লাইন বলে খ্যাত তিলাইন-রাজনগর-কাটিগড়া সড়কের চৌরঙ্গী-শান্তিপুর অংশ বেহাল। পুকুরসম গর্ত স্থানে স্থানে। ঝুঁকি নিয়ে চলছেন নিত্য যাত্রীরা। আতাউর জমানা থেকেই সংস্কারের অভাবে ধুকছে সড়কটি। পুর্ত বিভাগ থেকে শুরু করে জনপ্রতিনিধি সব খানেই দেওয়া হয়েছে স্মারকপত্র। তবুও টনকনড়ানো যায় নি সংশ্লিষ্টদের। মাঝে রাজ-পাঠ বদল হল। গেরুয়া জার্সি লাগিয়ে বিধায়ক হলেন অমর চাঁদ জৈন। আশা ছিল হাল ফিরবে টি আর কে সড়কের। কিন্তু না কাটিগড়ার পুর্ত সড়কগুলির উন্নয়নে বিধায়কের এমন তৎপরতা দেখা যায় নি। ইদানীং টি আর কে সড়কের সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। তাও অতি নিম্নমানের। শুধু গর্ত ভরাটের কাজ। আবার কচ্চপ গতিতে চলছে সংস্কার। মেরামতির কাজ পূর্ণ হওয়ার আগেই গর্ত থেকে মাটি উঠে যাচ্ছে, এমন অভিযোগ স্থানীয়দের। বরাতপ্রাপ্ত টিকাদার কোনো মতে জোড়াতালি দিয়ে মোটা অংকের টু-পাইস কামানোর চেষ্টায় রয়েছেন। এমন টা হলে টি আর কে সড়কের সংস্কার বিশবাঁও জলে যাবে। এব্যাপারে বিভাগীয়কর্তা দের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

No comments: