ঋতুরাজ দাস, লালা প্রতিনিধি : সামনে পুজো, বরাকের স্থানে স্থানে প্রস্তুতি চলছে জোর কদমে। বাঙ্গালীদের প্রধান উৎসব দুর্গা পুজো নিয়ে বরাকে বাঙ্গালীদের উৎসাহের শেষ নেই। কিন্তু পুজোর এই শুভ মরশুম আসতেই বিদ্যুত বিভ্রাটে নাজেহাল লালা শহরবাসী। গত কয়েকদিন থেকে লালা শহরে বিদ্যুত লোডশেডিং চূড়ান্ত পর্যায়ে বেড়ে গিয়েছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছেনা, গরমের তাপ এবং লোডশেডিং এ নাজেহাল লালার মানুষ। আজও দুপুর থেকে প্রায় সন্ধ্যা অবধি লোডশেডিং ছিল লালা শহরে। বিদ্যুৎ বিভাগ নীরব দর্শকের ভুমিকায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment