নিজস্ব প্রতিনিধি করিমগঞ্জ : চুর আতঙ্কে জর্জরিত গ্রাম বরাকের প্রতিটি মানুষ। কখনও মৌসুমী চুরের তান্ডব কখনও বা নাগরিক পঞ্জীর তথ্য হারানোর ভয়। কিন্তু এবার গ্রামের বেড়া পেরিয়ে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট এলাকায় হানা দিল নিশিকুঠুম্বরা। খবর মতে শহরের ব্যস্ততম সেটেলমেন্ট এলাকার হুসাম উদ্দিন চৌধুরীর ঘরে দুঃসাহসিক চুরি। কাল রাত অনুমানিক সাড়ে ১২টায় হানা দেয় চোরের দল।
বাড়িতে কেউ না থাকায় সুযোগ নেয় চোরের দল। হুসাম উদ্দিন জানিয়েছেন প্রায় ৫ লক্ষ টাকার সোনা সহ ২৫ হাজার টাকা ঘরে ছিল। সব নিয়ে যায় চোরের দল। তবে এনআরসির নথিপত্রে হাত লাগায় নি। এনআরসির সব নথিপত্র যেখানে ছিল সেখানে সকালে দেখতে পান। উল্লেখ্য করিমগঞ্জ শহরের ২নং ওয়ার্ডে চুরদের এ তান্ডবে আতঙ্কিত শহরবাসী।
বাড়িতে কেউ না থাকায় সুযোগ নেয় চোরের দল। হুসাম উদ্দিন জানিয়েছেন প্রায় ৫ লক্ষ টাকার সোনা সহ ২৫ হাজার টাকা ঘরে ছিল। সব নিয়ে যায় চোরের দল। তবে এনআরসির নথিপত্রে হাত লাগায় নি। এনআরসির সব নথিপত্র যেখানে ছিল সেখানে সকালে দেখতে পান। উল্লেখ্য করিমগঞ্জ শহরের ২নং ওয়ার্ডে চুরদের এ তান্ডবে আতঙ্কিত শহরবাসী।
1 comment:
চি চি চি চি দুঃখের বিষয় কি যে চালু হল
Post a Comment