আল ইসলাহ ন্যাশনাল একাডেমিতে সাহিত্য সভা - Barak Bangla News

Breaking

Oct 10, 2017

আল ইসলাহ ন্যাশনাল একাডেমিতে সাহিত্য সভা

বদরপুর আল ইসলাহ ন্যাশনাল একাডেমিতে অনুস্টিত হল সাহিত্য সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট লেখক তথা রেডিও ও টেলিভিশন আলোচক মুশতাক চৌধুরী। ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষয়ীত্রিদের মধ্যে বই পড়ার আগ্রহ, সাহিত্য, গবেষনা ও লেখালেখির অনুপ্রেরণা যোগাতেই ব্যতিক্রমি এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে এই প্রচেষ্টা হাতে নেওয়ার জন্য স্কুল কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার বক্তব্যে ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা  কবিতা, গল্প ও সাহিত্য চর্চার পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।তিনি সবাইকে অনুপ্রাণিত করার জন্য সাবলিল কন্ঠে নজরুলের 'বল বির' কবিতাটি  আবৃত্তি করে শুনান।অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক মৌলানা মুজির উদ্দিন কোরান ও হাদিছের আলোকে লেখালেখির গুরুত্ব তুলে ধরেন। স্কুলের প্রধান শিক্ষক আকিব আলি তার বক্তব্যে বলেন আমরা যদি আমাদের জীবনে রোজ ঘটে যাওয়া নানা ঘটনা লিখে রাখি তবেই লেখালেখির অভ্যাস তৈরি হয়ে যাবে একদিন তা পুস্তক আকারেও প্রকাশিত হয়ে যাবে। স্কুলের সম্পাদক মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে লেখালেখির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন ছাত্র ছাত্রি ও শিক্ষক শিক্ষয়ীত্রিদের মধ্যে লেখালেখির প্রবণতা তৈরি করতে স্কুলে তিন 'চারটি দেওয়াল' মেগাজিন চলছে তা ছাড়া খুব শীঘ্রই মাসিক সাহিত্য সভা ও এই সভা থেকে মাসিক এক একটা প্রিন্ট মেগাজিন প্রকাশ করার উদ্দ্যোগ তিনি নিচ্ছেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে বদরপুর টাইটেল মাদ্রাসার শিক্ষক মৌলানা এহসাম উদ্দিন বলেন আল ইসলাহের প্রতিটি উদ্দ্যোগ ই ব্যতিক্রমী হয় আর এই অনুষ্ঠান হল  নতুন সংযোজন। এই উদ্দ্যোগ ছাত্র ছাত্রীদের মধ্য লেখালেখির অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে এক একজন ভাল লেখক হিসাবে প্রতিস্টিত করবে।

No comments: