এনজিওর মাধ্যমে শিশু খাদ্য বণ্টন | প্রতিবাদে পথ অবরোধ অঙ্গনয়াড়ী কর্মী সহায়িকার - Barak Bangla News

Breaking

Oct 9, 2017

এনজিওর মাধ্যমে শিশু খাদ্য বণ্টন | প্রতিবাদে পথ অবরোধ অঙ্গনয়াড়ী কর্মী সহায়িকার

রশিদ তাপাদার, বিবিএন, শিলচরঃ- এনজিও-র মাধ্যমে শিশু খাদ্য   বণ্টনের সিদ্ধান্তের প্রতিবাদ সহ নানা দাবী নিয়ে শহরের ব্যস্ততম পয়েন্টে একঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করল অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকারা। সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের ব্যানারে আজ শিলচর শহরে আন্দোলনে নামেন আসাম রাজ্যিক অঙ্গনওয়াড়ী সংস্থার কাছাড়-হাইলাকান্দি শাখার কর্মকর্তারা। শহরের ব্যস্ততম খুদিরাম বসু পাদদেশে অবরোধ করার ফলে চৌদিকেই গাড়িfর বহর আটকা পড়ে। এতে ব্যাপক সমস্যায় জেরবার হন নিত্য পথচারীরা। এসময় এম্বুলেন্সে আশা অসুস্থরাও আটকা পড়েন লাইনে। অবশ্য প্রশাসনের চঠজলদি পদক্ষেপে তাদের বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কোনোমতে সুযোগ করে দেওয়া হয় এম্বুলেন্স যাতায়াতের। এদিকে নানা স্লোগান দিয়ে এলাকা সরগরম করে তুলেন আন্দোলন কারীরা। পাশাপাশি তারা সরকারের প্রতি কয়েকটি দাবীও জানান। তাদের দাবীর মধ্যে ছিল, অঙ্গনওয়াড়ীর সুপারভাইজার পদের আশি শতাংশ তাদের মধ্য থেকেই পূরণ করতে হবে।   বর্ধিত হারে ভাতা দেওয়া সহ তৎকাল কর্মী-সহায়িকার খালি পদ পূরণের দাবীও তুলেন তারা। পাশাপাশি তারা মাইকযোগে জানিয়ে দেন, তাদের এ কর্মসুচি পূর্বঘোষিত।  অতএব এ আন্দোলন কে সফল করতে সকলের সহযযোগিতার আবদার রাখেন নেতৃত্বরা।

No comments: