বরাক বাংলা নিউজ: নিলামবাজার,
পূর্ব নির্ধারিত অনুযায়ী ২২ শে অক্টোবর রবিবার করিমগঞ্জ জেলার নিলামবাজার খেলার মাঠে আয়োজিত গনমোনাজাত মহফিল প্রতিকূল আবহাওয়ার জন্য সাময়িক স্হগিত করা হয়েছে । পরবর্তী দিনক্ষণ ঠিক করে পরে ঘোষনা করা হবে বলে অভ্যর্থনা কমিটির তরফে জানানো হয়েছে । শুক্রবার থেকে বিরামহীন বৃষ্টি শুরু হওয়ায় খেলার মাঠে সভা করার জন্য অনুপযুক্ত হয়ে পড়ায় শেষ পর্য্যন্ত স্হগিতাদেশ করতে বাধ্য হয় আয়োজকরা। এক প্রেস বিবৃতিতে এখবর জানিয়েছেন আয়োজক কমিটির সম্পাদক সিহাব উদ্দিন।
No comments:
Post a Comment