মুজাম্মিল লতিফি :কাটিগড়া, ২০অক্টোবর
কাটিগড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত গুমড়া বড় মসজিদে পশ্চিম শিলচর অর্থাৎ কাটিগড়া ও বড়খলা সমষ্টির ধর্মীয় সংগঠন যথাক্রমে নদওয়া, জমিয়ত ও আহলে সুন্নত এই সংগঠনগুলির আঞ্চলিক শাখার তত্বাবধানে ও ধর্মীয় শিক্ষা দরদী বিশিষ্ট বুদ্বিজীবিদের প্রচেষ্টায় দ্বিনী তালিমী বোর্ড এর ব্যানারে দশ দিন ব্যাপী এক মক্তব শিক্ষক প্রশিক্ষণ শিবির এর উদ্বোধন করা হইয়াছে। উক্ত শিবিরে মক্তব শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে এসেছেন হোজাই নগাও থেকে দ্বিনী তালিমী বোর্ড এর তিন জন দক্ষ প্রশিক্ষক। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিশিষ্ট আলীমে দ্বীন হজরত মৌলানা জাবির হুসেন ছাহেব সহ একঝাক স্থানীয় উলামায় কেরাম ও বিভিন্ন শিক্ষাবিদ সহ ধর্মীয় পণ্ডিতরা।শিক্ষাব্যবস্থার উন্নয়নমূলক কাজের দরদী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । সব বক্তাই তাদের বক্তব্যে এধরনের প্রশিক্ষণ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি উদ্যোক্তদের প্রশংসা করেন। এই প্রশিক্ষণ শিবিরকে সফল করতে সব ধরনের সাহায্য ও সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। কালাইন আঞ্চলিক কাজিয়ে শরিয়ত মৌলানা জাবির হুসেন উক্ত পবিত্র প্রশিক্ষণ শিবির এর গুরুত্ব বুঝিয়ে বিশেষ আলোচনা করে সবাইকে নিয়ে মোনাজাত করেন। তার পর শিবির এর উদ্বোধন করা হয়। এই মক্তব প্রশক্ষিণ শিবিরকে সফল করে তুলতে সকলের প্রতি সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন আহ্বায়ক কমিটির মৌলানা ফাহিম আহমদ, মৌলানা আবুল হাসান, মৌলানা আবু মহসিন আবদুল্লাহ, মৌলানা আব্দুল ছবূর চৌধুরী।
Oct 20, 2017

Home
Unlabelled
দশদিন ব্যাপি মক্তব প্রশক্ষিণ শিবির গুমড়ায়
দশদিন ব্যাপি মক্তব প্রশক্ষিণ শিবির গুমড়ায়
Share This

About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment