মুজাম্মিল লতিফি :: রাজাটিলা, ১৮ অক্টোবর,,
১৯৭১ ইংরাজির ২৫ মার্চ কে ভিত্তিবর্ষ ধরে অসম চুক্তি অনুসারে এনআরসি নবায়ন করতে হবে। এনআরসির প্রমাণপত্র দাখিলের সময় কো অর্ডিনেটর প্রতীক হাজেলার মুখে দু ধরণের নাগরিক করা হবে বলে একটি কথাও শুনা যায়নি। তাই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ ৬৬ ইংরাজির নথি জমা দিয়েছেন। ওরা চাইলে ৫১ ইংরাজির আগের প্রমাণপত্র দিতে পারতো। নাগরিকপঞ্জি নবায়নে দুই ধরনের নাগরিক কোনোও অবস্থায় মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলনে নামারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হাজেলার বাঙ্গালী বিদ্বেষী মনোভাব প্রকাশ পাচ্ছে। এই মন্তব্য করেন কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের নব নির্বাচিত সাধারণ সম্পাদক কারি মওলানা রশিদ আহমেদ তাপাদার।
আজ বুধবার বড়খলা বিধানসভা সমষ্টির জাটিঙ্গা চৌধুরী মসজিদ প্রাঙ্গণে কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কমিটি পুনর্গঠন হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তথা আজকের সভার রিটানিং অফিসার মওলানা তজম্মুল হক মজুমদারের পৌরহিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় নবনির্বাচিত জেলা সভাপতি মওলানা জুবাইর আহমেদ খাঁন তার বক্তব্যে বলেন, প্রতীক হাজেলার ষড়যন্ত্র অসমের বাঙ্গালীরা টের পেয়ে গেছেন, তাই আন্দোলনও শুরু করেছেন। কেন্দ্রীয় প্রচার সম্পাদক এম মকসুদ বড়ভুইয়া বক্তব্যের শুরুতে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে তিনি জানান এনআরসি নিয়ে উপত্যকায় যতটি সভা, সমাবেশ পূর্বে হয়েছে সবগুলোতে তাদের সংগঠনের পূর্ণ সমর্থন ছিল। এনআরসি নিয়ে আগামীতেও গনতান্ত্রিক পদ্বতিতে আন্দোলনের উদ্দেশ্যে অরাজনৈতিক ভাবে সভা,সমাবেশে তার সংগঠনের পূর্ণ সমর্থন থাকবে। তিনি আক্ষেপের সুরে বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক নেতা এনআরসি নিয়ে রাজনীতি শুরু করেছেন ও সংখ্যালঘুদের ত্রাতা সাজতে মরিয়া হয়ে উঠেছেন। সভায় যুব আহলে সুন্নতের সাবেক প্রতিষ্টাতা সম্পাদক ফারুক হাজারির দ্রুত আরোগ্য কামনা করা হয়। আজকের কমিটি পুনর্গঠন সভার অভজারভার্ব হিসেবে উপস্থিত ছিলেন কারি মওলানা তাজিম উদ্দিন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা হিফজুর রহমান, মওলানা আহমদুল হক, আনোয়ার হুসেন ও মওলানা সরফ উদ্দিন। জেলার সাত বিধানসভা সমষ্টি থেকে তিনজন করে সদস্য ও কেন্দ্রীয় কমিটির দেওয়া সদস্য মিলে মোট পঁচিশ সদস্য বিশিষ্ট কাছাড় জেলা যুব আহলে সুন্নত ওয়াল জামাতের তিন বৎসরের কার্যকালের ম্যাদ নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মওলানা জুবাইর আহমেদ খাঁন (সোনাই) ও কারি মওলানা রশিদ আহমদ তাপাদার (কাটিগড়া),
সহ সভাপতি, এ কে রাগিব খান ও
মিজাবুর রহমান (ধলাই),
সহ সম্পাদকরা হলেন মজবুল হক্ব লস্কর (সোনাই)
ও আনোয়ার হুসেন বড়ভৃইয়া (শিলচর)
প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় হাফিজ মুজাম্মিল আলী লতিফি কাটিগড়া,
ও কোষাধ্যক্ষ হাফিজ খাইরুজ্জামান মজুমদার (বড়খলা)। সভার শেষে বিশ্ব শান্তির উদ্দশ্যে প্রার্থনার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
No comments:
Post a Comment