দুইটি মাথা মহিষ নবজাতকের - Barak Bangla News

Breaking

Oct 8, 2017

দুইটি মাথা মহিষ নবজাতকের

মুজাম্মিল লতিফি :: কাটিগড়াঃ ৮ অক্টোবর,,

জন্ম হলো পুরো দুইটি মাথা বিশিষ্ট এক মহিষ নবজাতকের। অবাক হলেও সত্যি। ঘটনাটি কটিগড়া সমষ্টির ভারত-বাংলা সীমান্ত ঘেসা লেভারপুতা ১ম খণ্ডে। সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর লেভারপুতা ক্যাম্পের নিকটে আব্দুল গণি চৌধুরী নামের এক কৃষিজীবীর ঘরে পোষা একটি মহিষ আজ বিকেল বেলা দুই মাথা বিশিষ্ট একটি বাচ্চা প্রসব করে। খবরটি চার কান হতে বেশী সময় লাগেনি। সঙ্গে সঙ্গে কৌতুহলী জনতা এই অদ্ভুদ শ্রাবকটিকে দেখতে ভীড় জমায়। দূর দূরান্ত থেকে গাঠের কড়ি খরচ করেও ভাড়া গাড়ী নিয়েও মহিষ শ্রাবকটিকে দেখতে আসেন। খবর লিখা পর্যন্ত জীবিত ও সুস্থ রয়েছে।

No comments: