রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসতে এস আই ও এর আহ্বান - Barak Bangla News

Breaking

Oct 8, 2017

রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসতে এস আই ও এর আহ্বান

আজ বদরপুর আল আমিন একাডেমীতে  হিউম্যান ওএল্ফার ফাউন্ডেশন ও এস আই ও দক্ষিণ আসাম জোনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জামাত ই ইসলামী হিন্দ দক্ষিণ আসাম জোনের সম্পাদক  এইচ আর খাজাম বলেন নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা  মানুষের পাশে দাঁড়াতে সকল মানবতা প্রেমী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে । তিনি আরও বলেন যে HWF এবং SIO যুগ যুগ ধরে এধরনের কাজ করে আসছে। এই সমাবেশে উপস্থিত ছিলেন JIH দক্ষিণ আসাম জোনের কোষাধ্যক্ষ রেজাউল তহবিলদার। তিনি বলেন যে  HWF  এর পক্ষ থেকে তেলেঙ্গানা রাজ্যে রোহিঙ্গাদের  জন্য  একটি কলোনি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।  HWF এর এই পদক্ষেপে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিম্নোক্ত একাউন্ট নম্বরে টাকা পাঠাতে পারেন ।ft
HUMAN WELFARE FOUNDATION AP CHAPTER
A/C NO- 3205623148
IFSC CODE - CBIN0282389
CENTRAL BANK OF INDIA, GOLCONDA FORT, HYDERABAD.
  এই মহতী সভায়  উপস্থিত ছিলেন  SIO দক্ষিণ আসাম জোনের সভাপতি জুলকারনাইন আহমেদ, সম্পাদক জাবির হুসেইন চৌধুরী । সভা পরিচালনা করেন সাইদ আহমদ ।

No comments: